ব্লগসাইটের জন্য প্রয়োজনীয় প্লাগিনসমুহ

এখন প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন ব্লগসাইট । একটি ওয়েবসাইট  সাজাতে এবং নিয়ন্ত্রন করতে প্লাগিন ব্যবহার করতে হয় । তাই একটি ব্লগসাইটে সচারচর ব্যবহৃত হয় এমন কিছু প্লাগিন আপনাদের জন্য নিয়ে এলামঃ

All in one seo pack

ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এ সাবমিট করতে অল-ইন-ওয়ান-এসইও-প্যাক প্লাগিনটি ব্যবহার করতে পারেন । এই প্লাগিন এর সাহায্যে আপনার ব্লগ সাইটের প্রতিটি পোস্ট সার্চ ইঞ্জিন এ সাবমিট করতে পারবেন ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

Contact Form 7

এই প্লাগিনটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ । এই প্লাগিনের সাহায্যে ব্যবহারকারী সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

Hupso Share Buttons for Twitter, Facebook

সাইটে কিংবা ব্লগে সোশ্যাল শেয়ার বাটন যোগ করতে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

Login Logout

এই প্লাগিন ব্যবহার করে আপনি আপনার ব্লগে লগ ইন, লগ আউট এবং নিবন্ধন যোগ করতে পারবেন । বিশেশকরে মাল্টিইউজার সাইটে এসব এই প্লাগিন ব্যবহার করা হয় ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

NewStatPress

আপনার সাইটে মোট কতজন ভিজিটর এল? এর মধ্যে ইউনিক কতজন? মোট পেইজভিউ এর সংখ্যা, ভিজিটর আপনার সাইটে কোন ওয়েবসাইট থেকে এসেছে? এসকল প্রশ্নের উত্তর পেতে  NewStatPress প্লাগিনটি ব্যবহার করতে পারেন ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

Organize-series

এই প্লাগিন এর মাধ্যমে ব্লগে পর্বভিত্তিক পোষ্ট যোগ করা যায় । এর মাধ্যমে আপনি অতি সহজেই পর্বভিত্তিক পোষ্ট গুলো একসাথে সংযুক্ত করতে পারবেন ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

User-avatar

এই প্লাগিন ব্যবহার করে গ্রাভাটার ছাড়াই ব্যবহারকারী প্রোফাইল পিকচার যোগ করতে পারবেন । এটি “Profile” এ যুক্ত থাকবে । সেখান থেকেই প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

WyPiekacz

প্লাগিনটির মাধ্যমে আপনি ব্লগ পোস্ট এ কিছু রোল/নিয়ম সেট করতে পারবেন । যেমন; একটি পোস্ট এ সর্বনিম্ন কয়টি ওয়ার্ড থাকবে, কয়টি ট্যাগ থাকবে ইত্যাদি ।

প্লাগিনটির ডাউনলোড লিঙ্কঃ এখানে

আজ এ পর্যন্তই । ভাল থাকবেন সবাই ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment