ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার প্রয়োজনীয় বাংলা ই-বুক

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী । কিন্তু, অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে  কিভাবে নিজেকে ওয়েব ডেভেলপার/ ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন । আমি আজ আপানাদের জন্য এমন কিছু বাংলা ই-বুক নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি খুব সহজেই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারবেন ।

এইচটিএমএল

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ হচ্ছে এইচটিএমএল । অর্থাৎ, আপনি ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট যাই-ই শিখুন না কেন আপনাকে এইচটিএমএল শিখতেই হবে । এইচটিএমএল শেখা খুবই সহজ । মাত্র কয়েকদিনেই এইচটিএমএল শেখা সম্ভব ।

এখান থেকে এইচটিএমএল বাংলা ই-বুক ডাউনলোড করুন

সিএসএস

একটি ওয়েবপেইজকে বিভিন্ন স্টাইলে রুপান্তর করতে আপনাকে অবশ্যই সিএসএস শিখতে হবে । এইচটিএমএল এর মত সিএসএস-ও মার্কআপ ল্যাংগুয়েজ ।

এখান থেকে সিএসএস বাংলা ই-বুক ডাউনলোড করুন

জাভাস্ক্রিপ্ট

ভিজিটরকে সাইটের প্রতি আকৃষ্ট করতে জাভাস্ক্রিপ্ট শিখতে হয় । এটি একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ ।

এখান থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ই-বুক ডাউনলোড করুন

এক্সএমএল

এক্সএমএল এর সাহায্যে সহজেই নিজের মত করে ডেটাকে সংগায়িত করা যায়। এটা জানা খুব গুরত্বপূর্ন কিন্তু শেখা খুব সহজ।

এখান থেকে এক্সএমএল বাংলা ই-বুক ডাউনলোড করুন

পিএইচপি

একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পিএইচপি শেখার বিকল্প নেই । পিএইচপি শেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার ।

এখান থেকে পিএইচপি বাংলা ই-বুক ডাউনলোড করুন

তাই, দেরী না করে এখনই ই-বুকগুলো ডাউনলোড করে শুরু করুন আপনার ওয়েব ডিজাইন & দেভেলপার এর যাত্রা । আর কোন সমস্যা হলে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপ তো আছেই!

শুভ কামনা রইলো ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment