একজন ওয়েব ডিজাইনার সচারচর যে ভুলগুলো করে থাকেন

যখন একটি ওয়েব সাইট তৈরি করা হয় তখন অনেকগুলো জিনিস মাথায় রেখে কাজ করতে করতে হয় । তবে, বেশকিছু ওয়েব ডিজাইনার এসব জিনিস বাদ দিয়ে যান ।

তাই, আজ আমি আলোচনা করবো একজন ওয়েব ডিজাইনার সচারচর যে ভুলগুলো করে থাকেনঃ

  1. অনেকে ওয়েব সাইট তৈরি করার সময় ওয়েব  পেইজ এ অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেন । যা পেইজ লোড হওয়ার গতি কমিয়ে দেয় । আবার অনেকে অ্যাংকর টেক্সট এ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেন যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ ক্ষতিকর প্রভাব ফেলে ।
  2. ওয়েব সাইটে অতিরিক্ত ফ্রেম ব্যবহার করার ফলে ওয়েব সাইটটি ওয়েব ব্রাউজারে ভালভাবে প্রদর্শিত হয় না । এছাড়া, ওয়েব ব্রাউজার দ্বারা পেইজ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় । যেমনঃ সাইট বুকমার্ক করতে সমস্যা হওয়া, পেইজ লোড হতে সমস্যা ইত্যাদি ।
  3. অনেক ওয়েব পেইজ এ দেখা যায় যে, ওয়েব পেইজ এর কিছু লিঙ্ক ভিজিট করার পর লিঙ্ক এর রঙ এর কোন পরিবর্তন হয় না । এতে, ভিজিটর সাইটে গিয়ে হারিয়ে যান । অর্থাৎ, ভিজিটর বুঝতে পারেন না সে  কোন  কোন লিঙ্ক ভিজিট করেছেন ।
  4. ওয়েব পেইজ এ অতিরিক্ত স্টাইলসীট ব্যবহার করাও ওয়েব পেইজের জন্য খুবই ক্ষতিকর ।
  5. অনেকে ওয়েব সাইটে নেভিগেশন ব্যবহার করেন না । এতে ভিজিটর খুবই বিরক্ত বোধ করেন । অর্থাৎ, ধরুন আপনার সাইটে ৫০ টি পেইজ আছে । এখন ভিজিটর যদি ৫০ নম্বর পেইজ ভিজিট করতে চান তাহলে সে অবশ্যই ৫০ বার ক্লিক করবেন না ।

একজন ওয়েব ডিজাইনারকে ওয়েব পেইজ ডিজাইন করার সময় উপর্যুক্ত দিক মাথায় রেখে কাজ করা উচিত ।

ধন্যবাদ সবাইকে ।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment