সিএসএস কি? [পর্ব-০১]

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়াল । আজ থেকে আমি একটি নতুন পর্বভিত্তিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি । আমার গত পর্বভিত্তিক টিউটোরিয়াল ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে । আজ থেকে আমরা সিএসএস এর উপর টিউটোরিয়াল শুরু করবো ।

এমন এক সময় ছিল যখন শুধুমাত্র এইচটিএমএল দিয়েই একটি ওয়েব পেইজ তৈরি করা হত । তখন একটি ওয়েবপেইজ ডিজাইন করতে কিংবা তৈরি করতে অনেক সময় লেগে যেত । এরপর, ১৯৯৮ সালের মার্চ মাসে সিএসএস এর উদ্ভব ঘটে । সিএসএস(CSS)  এর পূর্ণরূপ হচ্ছে Cascading Style Sheet. এটাও এইচটিএমএল এর মত একটি  মার্কআপ ল্যাংগুয়েজ । অর্থাৎ, এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় । মূলত একটি ওয়েব পেইজ কে বিভিন্ন স্টাইলে রুপান্তর করার জন্য  সিএসএস ব্যবহার করা হয় । এইচটিএমএল এর সাহায্যে একটি স্ট্যাটিক ওয়েব পেইজ তৈরি করা যায় । কিন্তু একটি ডাইনামিক সাইট তৈরি করতে আপানাকে সিএসএস শিখতে হবে । কারণ, সিএসএস এর মাধ্যমে একটি ওয়েবপেইজকে বিভিন্ন স্টাইল এ পরিবর্তন করা যায় । এছাড়া, এমন আরও অনেক ইলিমেন্ট আছে যেগুলো এইচটিএমএল দ্বারা সম্পূর্ণভাবে রূপ দেওয়া যায়না । তখন সিএসএস ব্যবহার করতে হয় । সুতরাং, আপানার ওয়েব ডিজাইনের দক্ষতা বৃদ্ধি করতে সিএসএস এর বিকল্প নেই । সিএসএস শেখা খুবই সহজ । ধৈর্য আর ইচ্ছা থাকলেই আপনি কিছুদিনের মধ্যেই সিএসএস শিখতে  পারবেন । সিএসএস শেখার আগে আপনাকে প্রথমে এইচটিএমএল শিখতে হবে ।  যারা এখনো এইচটিএমএল শিখেননি তারা প্রথমে এইচটিএমএল শিখে নিন ।

সবাইকে আবারো ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভাল থাকবেন সবাই ।

 

Leave a Comment