এসইও টিউটোরিয়ালঃ ডিরেক্টরি [পর্ব-১৭]

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়াল । আমরা যেকোনো তথ্য জানার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন (যেমনঃ গুগল, ইয়াহু, বিং) এ সার্চ দিয়ে থাকি । তখন সার্চ ইঞ্জিনগুলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দিয়ে থাকে । কিন্তু, এমন এক সময় ছিল যখন সার্চ ইঞ্জিন ছিল না ।  তখন,  কোন তথ্য জানার জন্য ডিরেক্টির-ই ছিল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম । তবে, এখন বিভিন্ন সার্চ ইঞ্জিন আবিষ্কৃত হওয়ার ডিরেক্টরি’র জনপ্রিয়তা আগের মত নেই । তবে, কোন বিষয়ের উপর ভাল ফলাফল প্রদর্শনের জন্য ডিরেক্টরি এর ব্যবহার-ই উত্তম । কেননা, আমাদের যদি কোন তথ্য জানার প্রয়োজন হলে কিংবা কোন কিছুর প্রয়োজন  হলে সার্চ ইঞ্জিন এ সার্চ দেই তাহলে সার্চ ইঞ্জিন আমাদের অসংখ্য ফলাফল প্রদর্শন করে । সেখান থেকে কাঙ্খিত ফলাফল পেতে মুটামুটি একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় । কিন্তু, আপনি যদি যদি কোন তথ্য জানার প্রয়োজন হলে কিংবা কোন কিছুর প্রয়োজন  হলে ডিরেক্টরিতে সার্চ দেন তাহলে খুব সহজেই আপানার কাঙ্খিত ফলাফলটি খুব সহজেই পেয়ে যাবেন । এজন্য, সহজে যেকোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য অনেক ব্যবহারকারী ডিরেক্টরি ব্যবহার করেন । তাই আপানার সাইটটি যদি এসব ডিরেক্টরিতে সাবমিট করতে পারেন  তাহলে আপনার সাইটের জন্য প্রচুর ভিজিটর পেতে পারেন যা আপনার সাইটের এলেক্সা রেঙ্ক কমিয়ে আনতে সাহায্য করবে । এছাড়া,  ডিরেক্টরি সাবমিট এর উপর ফ্রিলান্সিং সাইটে প্রচুর কাজ পাওয়া যায় ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য ।

ভাল থাকবেন সবসময় ।

2 thoughts on “এসইও টিউটোরিয়ালঃ ডিরেক্টরি [পর্ব-১৭]”

  1. জিহাদুর রহমান,ভাই ভাল লাগলো পোস্ট তি পড়ায়ে সামনায়ে লিখা চালিয়া যাবা অ্যান please. সকল দর্শক please আমার ব্লগ এ গিয়া seo নিয়া জা অল্পও কিছু লিক্সিয় তা দ্যাখায় আসাট্যাঁ পার আন । ক্লিক

Leave a Comment