আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি সাইট ওয়েবে প্রদর্শনের জন্য যে সকল তথ্য সঠিক হওয়া গুরত্ত্বপূর্ন তার মধ্যে ডিএনএস একটি।
বিভিন্ন ডোমেইন প্যানেলে এ ডিএনএস পরিবর্তন করার অপশন আলাদা হয়ে থাকে। আমি আজকে দেখাব কিভাবে Namecheap এবং Reseller ডোমেইন প্যানেল থেকে ডিএনএস পরিবর্তন করতে হয়।
Namecheap এ লগিন করে My Accounts>Manage Domains এ ক্লিক করতে হবে। এর পর ডোমেইন লিস্ট থেকে নির্দিষ্ট ডোমেইনটিতে ক্লিক করতে হবে। এরপর যে পেজ আসবে তার বাম পাশের General থেকে Switch To DNS System v1 এ ক্লিক করতে হবে।
save change এ ক্লিক করে সেভ করতে হবে।
ডোমেইন এর ডিএনএস পরিবর্তন হয়ে গেল।
রিসেলার প্যানেল থেকে যেভাবে করব-
টিউটোহোস্ট এর ডোমেইন প্যানেল name.tutohost.com এ লগিন করে products>List All products এ ক্লিক করে নির্দিষ্ট ডোমেইনটি সিলেক্ট করে ক্লিক করতে হবে।
এরপর Name Server এ ক্লিক করে ডিএনএস পরিবর্তন করে দিতে হবে। এরপর update dns এ ক্লিক।
কাজ শেষ। আশা করি যারা জানেন না তাদের উপকারে আসবে। ধন্যবাদ।