ইলাস্ট্রেটরে আই টিউন আইকন বানানো

1. শেপ নেওয়া

নিচের মতো শেপ নিন।

shapes

2. Music note

প্রথমে তিনটি শেপ নিন। উজ্জল থেকে হালকা রঙের Object > Blend > Blend Options, যান। Specified Steps = 128 করুন। তারপর তিনটি শেপ সিলেক্ট করে Ctrl + Alt + B চাপুন অথবা Object > Blend > Make এ যান।

music note

Reflection

একটি oval নিন। এটিতে সাদা ও কালোর গ্রাডিয়েন্ট বানান. দেখে নিন সাদা যেন ঠিক মতো সাদা হয়। (C,M,Y,K=100). উপরের অঙশ ড্রাগ করুন Screen Blending Mode সিলেক্ট করুন

screen reflection

Highlights

একটি চতুভূর্জ নিয়ে এটিকে বৃত্তটির কাছে এনে ব্লেন্ড করি। কপি করে আরেকটি বানিয়ে নেই।

highlight
তিন রঙের একটি গ্রাডিয়েন্ট পাথ বানিয়ে নেই।

gradient

একই ভাবে চিত্রের মতো ব্লেন্ড করি

highlight

3. CD

Gradient toolব্যবহার করে CD shape টিতে সাদ-কালো গ্রাডিয়েন্ট তৈরী করি।

cd

Rainbow Gradient

কয়েকটি রঙের গ্রাডিয়েন্ট বানিয়ে নেই। মনে রাখতে হবে প্রথম ও শেষ রঙ যেন সাদা হয়
Blend Tool (W),ব্লেন্ড টুল ব্যবহার করে প্রতিটি স্ট্রোকে ডান থেকে বামে ক্লিক করি।c

rainbow gradient

Mask

Ctrl+7 or Object > Clipping Mask > Make. এর মাধ্যমে সিডি সেপ ও গ্রাডিয়েন্টের মাস্ক তৈরী করি। অপাসিটি 26%.করি।

mask

একইভাবে আরেকটি রঙধনু বানাই।

multiply

4. Music note refection

তিনটি ওভাল বানাই এবং Object > Blend > Make (Ctl+Alt+B) এ গিয়ে ব্লেন্ড করে নেই।

reflection

এটিকে  music note এর কাছে নিয়ে Multiply সিলেক্ট করে 37% অপাসিটি করুন। Alt চেপে ড্রাগ করে অনুরূপ আরেকটি বানান।

multiply

5. Drop Shadow

সবশেষে Drop Shadowর কাজ। সিডিপাথ সিলেক্ট Effect > Stylize > Drop Shadow এ যান এবঙ নিচের মতো সেইটঙ করুন।
drop shadow

সব শেষে

আইটিউন আইকনটি এমন হবে-

final

5 thoughts on “ইলাস্ট্রেটরে আই টিউন আইকন বানানো”

  1. Yousuf, Birganj

    আপনার লেখা পড়ে খুব ভাল লাগলো। মনে হচ্ছে ইলাসট্রেটের আপনি একজন দক্ষ মানুষ। আমি একটি সমস্যায় পড়েছি। যদি সমস্যাটা সমাধান করে দেন তাহলে খুব উপকৃত হবো। সমস্যাটা হচ্ছে, আমি ইলাসট্রেটরে প্রেসের কাজ করি। আমার এইচপি ১২০০ মডেলের একটি লেজার প্রিন্টার আছে। যখন বড় পোষ্টার ২ ট্রেসিং এ প্রিন্ট দেই তখন ট্রেসিং সামান্য ছোটবড় হয়ে যায়। কোনভাবেই ট্রেসিং সমান হয় না। কেন হয়না, কি করলে ট্রেসিং সমান হবে, কষ্ট করে এর সমাধান দিবেন কি?

  2. It’s an excellent tutorial. Thanks a lot..
    It’ll be so much helpful to make a nice logo.
    I expect more creative tutorial from you in here.

    Thanks a lot again.

  3. শুরু থেকেই ভেঙ্গে ভেঙ্গে টিউটরিয়াল লেখার জন্য অনুরোধ করছি।

  4. আসলেই ধারাবাহিক ইলাস্ট্রেটরের উপর টিউটরিয়াল দরকার। ইলাস্ট্রেটরে ভাল টিউটরিয়াল লেখক আবশ্যক। ধন্যবাদ মেহেদি হাসান,ময়েজ উদ্দিন ও ইউসুফ ভাই।

  5. ওরে মারাত্তক হয়েছে কিন্ত সমস্যা হল আগে থেকে কিছু না যানার কারনে কটিন লেগেছে ।ধারাবাহিক লিখা থাকলে বিষয়টা সহজ মনে হত।ধন্যবাদ টিউটো ভাই।

Leave a Comment