মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৩৭)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৩৭তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১

 insert table

Columns to the Right: আমরা যদি টেবিলের কোন কলামের ডান পাশে নতুন কোন কলাম ইনসার্ট করতে চাই তবে আমরা এই কমান্ডটি ব্যাবহার করব। এই কাজটি করার জন্য আমরা যে কলামের ডান পাশে নতুন কলাম ইনসার্ট করতে চাই সেই কলামটি প্রথমে সিলেক্ট করব, যেমন আমি চাচ্ছি B এর ডান পাশে একটি কলাম ইনসার্ট করতে। আমি নিচের ইমেজটিতে তা দেখানোর চেষ্টা করেছি। এখন আমাদের জানতে হবে কিভাবে কোন কলামকে সিলেক্ট করা যায়। কোন কলামকে সিলেক্ট করতে হলে সেই কলামের উপরে মাউস নিয়ে গেলে একটি অ্যারো সেইম্বল আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেই কলামটি সিলেক্ট হবে। এখন যদি আমরা Table থেকে Insert এবং Columns to the Right এ ক্লিক করি তবে আমরা B এর ডান পাশে একটি নতুন কলাম দেখতে পাব।

how to select column

Rows Above: Rows Above এই কমান্ডের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোন রো-এর উপর নতুন রো ইনসার্ট করতে পারি। এই কাজটি করার জন্য আমরা যে রো-এর উপর নতুন রো ইনসার্ট করতে চাই সেই রো টি সিলেক্ট করব। রো সিলেক্ট করতে টেবিলের বাম পাশে কার্সর নিয়ে গেলে কার্সরটি উল্টো হয়ে যাবে, সেই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেই রো টি সিলেক্ট হবে। এখন যদি আমরা Table থেকে Insert এবং Rows Above এ ক্লিক করি তবে আমরা ১ নং রো এর উপর একটি নতুন রো দেখতে পাব। নিচের ছবিতে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করেছি।

insert row

Rows Below: Rows Below এই কমান্ডের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোন রো-এর নিচে নতুন রো ইনসার্ট করতে পারি। এই কাজটি করার জন্য আমরা যে রো-এর নিচে নতুন রো ইনসার্ট করতে চাই সেই রো টি সিলেক্ট করব। রো সিলেক্ট করতে টেবিলের বাম পাশে কার্সর নিয়ে গেলে কার্সরটি উল্টো হয়ে যাবে, সেই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেই রো টি সিলেক্ট হবে। এখন যদি আমরা Table থেকে Insert এবং Rows Below এ ক্লিক করি তবে আমরা ১ নং রো এর নিচে একটি নতুন রো দেখতে পাব। নিচের ছবিতে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করেছি।

insert row

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment