মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৩৬)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৩৬তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Tools মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৩ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Tools মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-৩

table menu

Table Menu: Table Menu এর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরি করা ছাড়াও আমরা টেবিলকে মডিফাই করতে পারি Table Menu এর অন্যান্য অপশনগুলোর মাধ্যমে। আমি উপরের চিত্রে টেবিল মেনুর সাবমেনুগুলোকে নাম্বার অনুসারে মার্কিং করেছি এগুলো ধাপে ধাপে আলোচনা করব ইনশাল্লাহ।

1. Insert: Insert অর্থ হচ্ছে প্রবেশ করানো। মাইক্রোসফট ওয়ার্ডে Insert কমান্ডের মাধ্যমে আমরা টেবিল, টেবিলের কলাম, রো ও সেল ইচ্ছেমত Insert করতে পারি।

insert table

Table: মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি টেবিল তৈরি করতে চাই তবে আমরা এই কমান্ডটি ব্যাবহার করব। ধরুন আমরা ৪টি কলাম ও ৪টি রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করতে চাই তবে আমরা Table মেনু থেকে Insert থেকে Table এ ক্লিক করব এরপর সেখানে Number of Columns এ আমরা যে কয়টি কলাম চাই তা উল্লেখ করে দেব, যেমন আমরা ৪টি কলাম চাই সেক্ষেত্রে ৪ দিব এবং একইভাবে Number of Rows এ আমরা কয়টি রো চাই তা উল্লেখ করে দিব, যেমন আমরা ৪টি রো চাই সেক্ষেত্রে ৪ দিব এবং Ok বাটন প্রেস করার সাথে সাথেই আমাদের কার্সর যেখানে থাকবে সেখানে আমরা একটি ৪টি কলাম ও ৪টি রো বিশিষ্ট একটি টেবিল দেখতে পাব।

Columns to the Left: আমরা যদি টেবিলের কোন কলামের বাম পাশে নতুন কোন কলাম ইনসার্ট করতে চাই তবে আমরা এই কমান্ডটি ব্যাবহার করব। এই কাজটি করার জন্য আমরা যে কলামের বাম পাশে নতুন কলাম ইনসার্ট করতে চাই সেই কলামটি প্রথমে সিলেক্ট করব, যেমন আমি চাচ্ছি B এর বাম পাশে একটি কলাম ইনসার্ট করতে। আমি নিচের ইমেজটিতে তা দেখানোর চেষ্টা করেছি। এখন আমাদের জানতে হবে কিভাবে কোন কলামকে সিলেক্ট করা যায়। কোন কলামকে সিলেক্ট করতে হলে সেই কলামের উপরে মাউস নিয়ে গেলে একটি অ্যারো সেইম্বল আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেই কলামটি সিলেক্ট হবে। এখন যদি আমরা Table থেকে Insert এবং Columns to the Left এ ক্লিক করি তবে আমরা B এর বাম পাশে একটি নতুন কলাম দেখতে পাব।

how to select column

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Table মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment