সিএমএস রিভিউ:: ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায় । বেশীরভাগ ওয়েব ডেভেলপারগন ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন । কারণ, একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট .

ওয়ার্ডপ্রেসের ইতিহাসঃ

২০০৩ সালের ২৭ শে মে সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশিত হয় । ম্যাট মুলেনওয়েগ ওয়ার্ডপ্রেস সিএমএস তৈরি করেন । ক্রমে ক্রমে ওয়ার্ডপ্রেস এর চাহিদা বেড়েই চলছে । ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.০ সংস্করণ ৬৫ বিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে । গত ২০১৩ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন ৩.৫.১ প্রকাশিত হয়   ।

ওয়ার্ডপ্রেস কেন?

ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার । অর্থাৎ, এটি ব্যবহার করতে কোন ফি প্রদান করতে হয় না । ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ায় এটি ইচ্ছেমত পরিবর্তন/Customize করা যায় । এছাড়া ওয়ার্ডপ্রেস এ রয়েছে ২৬,৬৪৬ এর বেশী প্লাগিন এবং ১,৬৯৩ এর বেশী থিম যা ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে ।

ওয়ার্ডপ্রেসের সুবিধাঃ

  • ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় ।
  • এটি ইচ্ছেমত পরিবর্তন/Customize করা যায় ।
  • যেকোনো ধরনের ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন ।
  • একটি ব্লগ তৈরি করার সকল উপাদান ওয়ার্ডপ্রেস এ পাবেন ।
  • যেকোনো ডাইনামিক সাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা যায় ।
  • ওয়ার্ডপ্রেস এ রয়েছে অসংখ্য থিম এবং প্লাগিন ।
  • ওয়ার্ডপ্রেস এ শপিং কার্ট সিস্টেম ব্যবহার করে ই-কমার্স সাইট তৈরি করা যায় ।
  • বিজ্ঞাপন প্রদর্শনের জন্যও ওয়ার্ডপ্রেস সর্বোৎকৃষ্ট ।
  • এছাড়া, ওয়ার্ডপ্রেসের সাহায্য বিভিন্ন ধরনের ফোরাম তৈরি করা যায় ।

ওয়ার্ডপ্রেসের ভার্সনঃ

ওয়ার্ডপ্রেস এর দুইটি ভার্সন রয়েছে । এগুলো হচ্ছে;

  1. হোস্টেড ওয়ার্ডপ্রেস (www.wordpress.com) এবং
  2. সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস (www.wordpress.org)
হোস্টেড ওয়ার্ডপ্রেস সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস
হোস্টেড ওয়ার্ডপ্রেস এ তাদের সাব-ডোমেইন(wordpress.com) এ সাইট তৈরি করতে হবে । অর্থাৎ, আপনার সাইটটি হবে www.sitename.wordpress.com সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস এ আপনি আপনার মনের মত ডোমেইন নিয়ে সাইট তৈরি করতে পারেন । এখানে, আপনার সাইটের পরে কোম্পানির নাম থাকবেনা ।
ডোমেইন এবং হোস্টিং তাদের(wordpress.com) নিয়ন্ত্রণে থাকবে । অর্থাৎ, এখানে আপনার তেমন কোন স্বাধীনতা থাকবেনা ।

 

এখানে আপনার রয়েছে পূর্ণ স্বাধীনতা । আপনার সাইটের সবকিছু আপনি নিয়ন্ত্রন করবেন ।
আপনি এখানে ইচ্ছেমত পরিবর্তন/Customize করতে পারবেন না । আপনি এখানে ইচ্ছেমত পরিবর্তন/Customize করতে পারবেন ।
এটি সম্পূর্ণ ফ্রী । অর্থাৎ, এটি ব্যবহার করতে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়না ।

এটি অটোমেটিক আপডেট হয় ।

 

সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে ।

 

এটি অটোমেটিক আপডেট হয় না । আপনাকে আপডেট করতে হবে ।

 

এখানে আপনাকে তাদের নিয়ম কানুন মেনে চলতে হবে । এখানে আপনাকে তাদের নিয়ম কানুন মেনে চলতে হবে  না।
ব্লগ সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স হয় । সেলফ ওয়ার্ডপ্রেস এ হোস্টেড ওয়ার্ডপ্রেস এর তুলনায় ব্লগ সার্চ ইঞ্জিনে দ্রুত ইনডেক্স হয় না।

ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভালো থাকবেন সবাই ।

1 thought on “সিএমএস রিভিউ:: ওয়ার্ডপ্রেস”

Leave a Comment