কম্পিউটার এ টাইপ করার গতি আরও বাড়িয়ে নিন

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই পোষ্ট । আমরা কোন কিছু লেখার জন্য সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি । এছাড়াও আমাদের দৈনন্দিন ছোটখাটো লেখালেখি করার জন্যও ডায়েরি হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি । তবে, আমাদের দ্রুত কাজ করার জন্য শুধু টাইপ জানলেই চলবে না, আমাদের টাইপের গতি থাকতে হবে । তাই, আপনাদের হাতের টাইপের গতি বাড়াতে একটি ছোট সফটওয়্যার নিয়ে এলাম । সফটওয়্যারটির নাম ‘লেট মি টাইপ’ (Let Me Type) সফটওয়্যারটির বিশেষ সুবিধা হচ্ছে আপনি যখন কোন শব্দ লিখতে যাবেন তখন সেই শব্দের প্রথম ২/১ টি অক্ষর লেখার সাথে সাথে সেই শব্দের সাথে সম্পর্কযুক্ত কিছু শব্দ দেখাবে ।  আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দের শব্দটি বেছে নিতে পারেন । এছাড়া, আপনি যদি কোন শব্দের সম্পূর্ণ বানান না পারেন তাহলে সেই শব্দের প্রথম ২/১ টি অক্ষর লেখার সাথে সাথে আপনার কাঙ্খিত শব্দটি পেয়ে যাবেন । শুধু মাইক্রোসফট ওয়ার্ড-ই নয় সকল টেক্সট এডিটর এ আপনি এই সুবিধা পেতে পারেন । তাই দেরি না করে এখনই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

সফটওয়্যারটি ডাউনলোড (সাইজ কিলোবাইট ৫৯১ মাত্র) করতে এখানে ক্লিক করুন । ডাউনলোড করার পর সফটওয়্যারটি সাধারণভাবে ইন্সটল করুন । ভাল হয় যদি সফটওয়্যারটি ইন্সটলের  পর কম্পিউটার রিস্টার্ট দেন ।

সবাই ভাল থাকবেন । পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment