মনের মত ডোমেইন খুঁজে নিন [সাইট রিভিউ]

আসসালামু-আলাইকুম । সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা । কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে ভালই আছেন ।

আমার আজকের এই পোস্ট মূলত ডোমেইন সংক্রান্ত । ‘ডোমেইন’ কি? সেটা অবশ্য বলার তেমন কিছু নেই । আমরা যখন কোন ওয়েবসাইট তৈরি করার পদক্ষেপ গ্রহন করি তখন আমাদের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার হয় ডোমেইন নেম ঠিক করা অর্থাৎ, সাইটের কি নাম হবে তা নির্ধারণ করা । শুধু ডোমেইন নেম-ই নয় ডোমেইন এর এক্সটেনশন (যেমন; .com, .net, .org, .biz, .info ইত্যাদি ।  সবাই অবশ্য .com কে প্রাধান্য দিয়ে থাকে) কি হবে তা ঠিক করা । তারপরও যদিও আমরা ডোমেইন নেম ঠিক করি কিন্ত একটা সমস্যায় পড়তে হয় যখন ডোমেইন নেম প্রযোজ্য (Available) থাকেনা ।

তাই, আজ আমি আপনাদের জন্য এমন একটি সাইট নিয়ে এসেছি যেখান থেকে আপনি খুব সহজেই ডোমেইন নেম নির্বাচন করতে পারবেন । যেমন; ধরুন আপনি স্বাস্থ্য বিষয়ক একটি সাইট তৈরি করতে চান । তখন, আপনি যদি সাইটটিতে ‘health’ লিখে সার্চ দেন তাহলে health এর সাথে সম্পর্কযুক্ত অনেকগুলো ডোমেইন এর নাম আপানার সামনে প্রদর্শিত হবে । শুধু ডোমেইন নেম-ই নয় ডোমেইন এর এক্সটেনশনসহ প্রদর্শিত হবে । সেই সাথে ডোমেইন নেম প্রযোজ্য (Available) আছে কি না তাও প্রদর্শিত হবে ।

সাইটের ঠিকানা জানতে এখানে ক্লিক করুন ।

ডোমেইন নেম বাছাই করার জন্য নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলবেন

  • ডোমেইন নেম যেন সহজে মনে রাখার যোগ্য হয় অর্থাৎ, ডোমেইন নেম হবে সহজবোধ্য ।
  • অতিরিক্ত বড় ডোমেইন নেম নির্বাচন করবেন না ।
  • আপনার ডোমেইনটি যাতে অন্য কারো ডোমেইন এর নামের সাথে মিল না থাকে সে দিকে খেয়াল রাখবেন।
  • ডোমেইন নেম এ হাইফেন যথাসম্ভব পরিহার করুন ।
  • ডোমেইন এর এক্সটেনশন এ .com কে-ই বেশি প্রাধান্য দিন ।

আমার আজকের পোষ্ট এ পর্যন্তই, ভাল থাকবেন ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

1 thought on “মনের মত ডোমেইন খুঁজে নিন [সাইট রিভিউ]”

  1. tutorialbd সবাইকে আমার ও আমার ওয়েবসাইট এর পক্ষ থেকে শুভেচ্ছা । ithotnews.blogspot.com আপনেরা Technology এর সকল পন্যের খবর সবার আগে পাবেন বাংলা ও ইংলীশে ।

Leave a Comment