মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৩০)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৩০তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Format মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২

 format menu

1. Borders and Shading: Borders and Shading এর মাধ্যমে আমরা আমাদের টেক্সট ও পেজের বর্ডার এবং টেক্সটের শেডিং দিতে পারি। Borders and Shading দেয়ার জন্য Format থেকে Borders and Shading এ ক্লিক করব সেখানে আমরা তিনটি ট্যাব দেখব এগুলো হচ্ছে Borders, Page Border Shading

Borders: Borders এর মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু টেক্সট বা প্যারার বর্ডার দিতে পারি। আমরা যদি নির্দিষ্ট কিছু টেক্সটকে বর্ডার দিতে চাই তবে সেই টেক্সটগুলোকে সিলেক্ট করে নেব অন্যথায় যেখানে বর্ডার দিতে চাই সেখানে যেকোনো এক জায়গায় কার্সর রেখে Borders and Shading থেকে Borders এ ক্লিক করব সেখানে ডিফাল্টভাবে None সিলেক্ট করা থাকে সেখান থেকে যেকোন একটি Settings সিলেক্ট করব তারপর Style থেকে যেকোন একটি স্টাইল সিলেক্ট করব আমরা চাইলে বর্ডার-এর কালার দিতে পারি Color এ ক্লিক করে এরপর Width এ ক্লিক করে বর্ডারের লাইনটি কতটুকু মোটা হবে তা উল্লেখ করে দিব, আমরা আমাদের আউটপুট Preview তে দেখতে পাব, আমরা যদি আমাদের বর্ডারটি টেক্সটের চারদিকে শো করাতে না চেয়ে কোন এক বা একাধিক পাশে হাইড রাখতে চাই তবে Preview এর পাশে চারটি বাটনে ক্লিক করে তা করতে পারি অন্যথায় কিছু করতে হবে না, আমরা চাইলে আমাদের টেক্সট থেকে বর্ডারের দূরত্ব Options এ ক্লিক করে কমাতে বা বাড়াতে পারি সবশেষে Ok বাটনে ক্লিক করলেই আমরা এর ইফেক্টটি দেখতে পাব।

Page Border: Page Border এর মাধ্যমে আমরা আমাদের পুরো পেজের বর্ডার দিতে পারি। Borders Page Border এর মধ্যে তেমন পার্থক্য নেই শুধুমাত্র Art ছাড়া তাই আমি শুধুমাত্র Art নিয়ে আলোচনা করব। আমরা আমাদের Page এর বর্ডার লাইন ছাড়াও কিছু চমৎকার Art দিয়েও করতে পারি। এর জন্য Art এ ক্লিক করে পছন্দমত যে কোন একটি Art সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলেই এর ইফেক্টটি দেখতে পাব।

Shading: Shading এর মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু টেক্সট বা প্যারার Shading দিতে পারি। আমরা যদি নির্দিষ্ট কিছু টেক্সটকে Shading দিতে চাই তবে সেই টেক্সটগুলোকে সিলেক্ট করে নেব অন্যথায় যে প্যারায় Shading দিতে চাই সেখানে যেকোনো এক জায়গায় কার্সর রেখে Borders and Shading থেকে Shading এ ক্লিক করে যে কোন একটি কালার সিলেক্ট করলেই এর ইফেক্টটি দেখা যাবে। আমরা যদি Shading না চাই তবে Borders and Shading থেকে Shading এ ক্লিক করে No fill এ ক্লিক করে ওকে বাটন প্রেস করব।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Format মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment