মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২৯)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২৯তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-২ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Insert মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো পর্ব-১

insert menu

3. Auto Text: Auto Text হচ্ছে রেডিম্যাড কিছু লেখা বা টেক্সট যা আমাদের লেটার বা এ জাতীয় কিছু লেখায় ব্যাবহার করে আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী Auto Text কে যেকোনো জায়গায় ব্যাবহার করতে পারি। এজন্য যেখানে Auto Text প্রবেশ করাতে চাই সেখানে কার্সর রেখে Insert মেনু থেকে Auto Text এ ক্লিক করব, সেখান থেকে যে বিষয়গুলো প্রবেশ করাতে চাই তা সিলেক্ট করে দেব। এভাবে Auto Text ব্যাবহার করে আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।

4. Symbol: Symbol এর অর্থ হচ্ছে প্রতীক। একটা স্ট্যান্ডার্ড কী-বোর্ড এর কী সংখ্যা হচ্ছে ১০১-১০৪টি এতগুলো কী থাকার পরও অনেক Symbol আমাদের কী-বোর্ডে নেই এই সমস্ত Symbol গুলো আমরা Symbol থেকে পেতে পারি। Symbol এ যাওয়ার জন্য Insert মেনু থেকে Symbol এ ক্লিক করব সেখান থেকে প্রয়োজনীয় Symbol সিলেক্ট করে Insert বাটনে ক্লিক করলেই আমাদের কাংখিত Symbol টি পাওয়া যাবে।

5. Object: মাইক্রোসফট অফিসে Insert মেনুর Object এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাইল প্রবেশ করাতে পারি। আমি আপনাদের সাথে এ পর্বে Microsoft Equation 3.0 নিয়ে আলোচনা করব। Microsoft Equation এর মাধ্যমে আমরা যেকোন ধরনের গানিতিক Symbol

equation symbols

 ইত্যাদি খুব সহজেই প্রবেশ করাতে পারি। এ জন্য Insert মেনু থেকে Object এ ক্লিক করব সেখান থেকে Microsoft Equation 3.0 ক্লিক করব এবং সেখান থেকে আমাদের প্রয়োজনীয় Symbol গুলো বুঝে বুঝে প্রবেশ করাব।

6. Hyperlink: Hyperlink এর কাজ হচ্ছে কোন একটি পেজ-এ অন্য আরেকটি ফাইলের লিঙ্ক অথবা ওয়েবসাইটের লিঙ্ক সংযুক্ত করা যেখানে ক্লিক করার মাধ্যমে সেই ফাইলটি অথবা সেই ওয়েবসাইটটি ওপেন হবে। Hyperlink সংযুক্ত করার জন্য আমরা কিছু টেক্সট বা লেখা লিখব এরপর যে লেখাগুলোকে আমরা লিঙ্ক করাতে চাই সে লেখাগুলো সিলেক্ট করে Insert মেনু থেকে Hyperlink এ ক্লিক করব সেখানে আমরা যদি কোন ফাইলকে সংযুক্ত করতে চাই তবে সেই ফাইলটি সিলেক্ট করে ওকে বাটন প্রেস করব অন্যথায় আমরা যদি ওয়েবসাইটের লিঙ্ক সংযুক্ত করতে চাই তবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি (http://tutorialbd.net) এভাবে লিখে দেব এবং ওকে বাটন প্রেস করব। তবে আমাদের ফাইলটি অথবা ওয়েবসাইটের লিঙ্কটি সংযুক্ত হবে। Hyperlink যুক্ত হলে টেক্সটের কালার পরিবর্তন হবে এবং সেই লিঙ্কে যেতে হলে Ctrl এবং মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Format মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment