ভিজুয়াল বেসিক ভিডিও টিউটরিয়াল-০১ (পরিচিতি)

ভিজুয়াল বেসিক হলো খুবই সহজ ও শক্তিশালী প্রগ্রামিংভাষা, খুব সহজ কোডিংএর মাধ্যমে ভিজুয়াল বেসিক দিয়ে ইউটিলিটি সফটওয়্যার তৈরি করা যায়। ভিজুয়াল বেসিক এর ইনটারফেস নিচের ছবির মতো।

বামপাশে রয়েছে টুলবক্স যার মধ্যে বিভিন্ন অবজেক্ট রয়েছে-যেমন: picture box, label,frame, button,checkbox,option,listbox,filelist,directory list, drive List ইত্যাদি।

যেকোন অবজেক্ট বা কন্ট্রলযুক্ত করলে ডানপাশের property বক্সে কন্টোলটির property তালিকা আসে। তালিকা থেকে property পরিবর্তন করে কন্ট্রোলটির আকার আকৃতি বা ব্যবহার পরিবর্তন করা যায়।

যেমন ফর্মে একটি কমান্ড বাটন ড্রাগ করে অনুন। property থেকে caption ঘরে message লিখুন। দেখবেন বাটনটির উপরে command1 লখো পরিবর্তিত হয়ে message হবে।

প্রতিটি কন্ট্রোল কে ডাবল ক্লিকের মাধ্যমে ঐ কন্ট্রোলের ইভেন্ট এ কি কাজ করবে তা কোড লিখে দিতে হয়।

5 thoughts on “ভিজুয়াল বেসিক ভিডিও টিউটরিয়াল-০১ (পরিচিতি)”

  1. salam Bai
    How r u? Hope and except well. I see your website. Really it is nice. And i have one problem about Visual Basic
    Problem :
    I dont have Visual Basic Software
    Can you send me any link so that i can download this software.
    Because i need this software urgent.

    Please help me brother

    Thanks
    AL AMIN
    KINGDOM OF BAHRAIN
    E-mail : alamin_engbhrn@yahoo.com

    Wait and hope your positive response

  2. মাহবুব আলম

    ভাইয়া,
    আশা করি ভাল আছেন । আপনার এই সাইটি বেশ ভাল লাগছে। তবে আমি যদি ভিডিও গুলো ডাউনলোড কিভাবে করে।

  3. Wow, awesome blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is excellent, as well as the content!. Thanks For Your article about ভিজুয়াল বেসিক ভিডিও টিউটরিয়াল-০১ (পরিচিতি) | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment