copy.com হতে পারে আপনার অনলাইন স্টোরেজ সমস্যার সমাধান।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। প্রতিনিয়ত ইন্টারনেটে দেখি প্রচুর ফাইলের ছড়াছড়ি যে গুলো কোন না কোন স্থানে রাখা আছে। আর যারা ব্লগিং করেন তাদের জন্য অনলাইন স্টোরেজ একটি গুরুত্বপূর্ন বিষয়। বিভিন্ন ফাইল শেয়ার করতে হয়। আর এত ফাইল শেয়ার করার জন্য অবশ্যই ভালো মানের কোন স্টোরেজ আপনার দরকার হবে। আর এই কাজের জন্য আমরা বিভিন্ন কোম্পানীর ফ্রি স্টোরেজ ব্যবহার করি। কিন্তু সেখানে জায়গা পাওয়া যায় খুব কম। তাই সাম্প্রতি এমন একটি ফাইল শেয়ারিং সাইট চালু হযেছে যেখানে আপনি সাইন-আপ করলেই পাবেন ৫ গিগা বাইট জায়গা। আর আপনি কাউকে রেফার করতে পারলেই পাবেন আরো ৫ গিগা বাইট জায়গা আবার আপনি যদি এই কোম্পানীর লিংক টুইট করেন তাহলে পাবেন আরো ২ গিগা বাইট জায়গা । আর এই সুযোগ সম্বলিত ওয়েব সাইটটির নাম হল: copy.com  অনলাইন স্টোরেজ সমস্যার সমাধান পেতে হলে এখনি রেজিস্ট্রেশন করুন। ধন্যবাদ।

Leave a Comment