মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২৫)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২৫তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা Fill Color এর মাধ্যমে শেপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ভিন্ন কিছু পদ্দতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ Fill Effects এর Texture, Pattern ও Picture নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

Fill Color এর মাধ্যমে শেপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ভিন্ন কিছু পদ্দতি

fill background with texture

Texture: Texture এর মাধ্যমে আমরা ভিন্ন ধরনের কিছু ইফেক্ট পেতে পারি। এ জন্য Texture ট্যাব এ ক্লিক করব। সেখানে অসংখ্য Texture রয়েছে সেখান থেকে পছন্দ মত Texture টি সিলেক্ট করলে তা Sample এ প্রদর্শিত হবে এবং Ok বাটন প্রেস করার মাধ্যমে সেই Texture টি পাওয়া যাবে।

Pattern: Pattern এ বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে সেগুলো ব্যাবহার করার জন্য আমরা Foreground Background কালার পরিবর্তন করে যে কোন ডিজাইন সিলেক্ট করলে তা Sample এ প্রদর্শিত হবে এবং Ok বাটন প্রেস করার মাধ্যমে সেই Pattern টি পাওয়া যাবে।

Picture: Picture এর মাধ্যমে আমরা যে কোন শেপের ভিতর Picture দিতে পারি সেটা হতে পারে যেকোন ধরনের শেপ যেমন- ওয়ার্ড আর্ট-এ করা কোন শেপ, চতুর্ভুজ ইত্যাদি। Picture সেট করার জন্য Picture ট্যাব-এ ক্লিক করে Select Picture বাটন এ ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে যেকোনো Picture সিলেক্ট করে Insert বাটন এ ক্লিক করলে তা Sample এ প্রদর্শিত হবে এবং Ok বাটন প্রেস করার মাধ্যমে সেই Picture টি শেপের ভিতর দেখা যাবে।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৬ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment