মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২৪)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২৪তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৫ নিয়ে আলোচনা করেছিলাম। আজ Fill Color এর মাধ্যমে শেপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ভিন্ন কিছু পদ্দতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৫

 fill shape with different effect

Fill Color এর মাধ্যমে আমরা আমাদের শেপকে কালার ছাড়াও আর বেশ কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল করতে পারি। এগুলো হচ্ছে Gradient, Texture, Pattern Picture । এই ইফেক্টগুলো পেতে হলে যেকোন একটি শেপকে সিলেক্ট করে Fill Color থেকে Fill Effects এ ক্লিক করতে হবে। এরপর উপরের মত একটি অপশন আসবে। নিচে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল।

Gradient: একের অধিক কালারের সংমিশ্রণকে Gradient বলে।

উপরের ছবিটিতে আমি Colors অপশনগুলোকে মার্ক করেছি এদের মধ্যে One Color এর কাজ হচ্ছে আমরা যে কোন একটি কালার সিলেক্ট করে দিব এবং তার সাথে Dark Light কালার মিলে এক ধরনের Color তৈরি হবে। Dark Light কালার আমরা নির্বাচন করতে পারি Color এর নিচেই স্লাইডারকে Dark Light করার মাধ্যমে।

Two Colors এর মাধ্যমে আমরা যে কোন দুইটি কালার সিলেক্ট করে দেব, এই দুইটি কালারের সংমিশ্রণে একটি Gradient তৈরি হবে এবং Colors এর নিচেই Transparency কমিয়ে বাড়িয়ে আমরা কালারকে ইচ্ছেমত পরিবর্তন করতে পারি।

Preset এর মাধ্যমে আমরা ভিন্ন ধরনের কিছু ইফেক্ট পেতে পারি। এর জন্য Preset সিলেক্ট করে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পেতে পারি।

উল্লেখ্য যে One Color, Two Colors  Preset প্রত্যেকটির ক্ষেত্রেই Shading Styles পরিবর্তন করার মাধ্যমে আমরা ভিন্ন ধরনের ইফেক্ট পেতে পারি। তাছাড়াও Shading Styles এর পাশেই Variants –এ আমরা এর আউটপুট দেখতে পাব এবং Sample এ আমরা আমাদের সিলেক্ট করা ইফেক্টটি দেখতে পাব এবং সর্বশেষে Sample এ প্রদর্শিত ইফেক্টটি Ok বাটন প্রেস করার মাধ্যমে আমরা আমাদের শেপ-এ পেতে পারি।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Fill Effects এর Texture, Pattern Picture নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment