মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২৩)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২৩তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৪ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৫ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৪

 drawing toolbar

 

10. Fill Color(Yellow): Fill Color এর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোন শেপের ভিতরের কালার পরিবর্তন করতে পারি। শেপ বলতে অটো শেপ থেকে করা যেকোন শেপ, ওয়ার্ড আর্ট, ড্রইং টুলবারের সাহায্যে করা চতুর্ভুজ ও ওভাল ইত্যাদি। শেপের Fill Color দিতে অবশ্যই শেপকে সিলেক্ট করে(শেপের উপর ক্লিক করলেই শেপটি সিলেক্ট হবে, শেপ সিলেক্ট হলে এর চারপাশে ডট হবে।) Fill Color এর অ্যারোতে ক্লিক করে কাংখিত কালারটি সিলেক্ট করে দিব। উল্লেখ্য যে আমাদের Fill Color এখন হলুদ আছে আছে তাই এঅবস্থায় যদি আমরা কোন শেপকে সিলেক্ট করে অ্যারোতে ক্লিক না করে fill color ক্লিক করি তবে হলুদ কালারটি হবে, অন্যথায় আমরা যদি ভিন্ন কোন কালার চাই তবে মার্ক করা এরিয়ার ডান পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে কাংখিত কালারটি সিলেক্ট করব। আমরা আমাদের শেপটিকে যদি কোন ফিল না করতে চাই তবে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে No Fill দিয়ে দিব। তাছাড়াও Fill Color এর মাধ্যমে আমরা আমাদের শেপকে কালার ছাড়াও আর বেশ কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল করতে পারি। যেমনঃ Gradient, Texture, Pattern Picture । আগামী পর্বে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে Fill Color এর মাধ্যমে শেপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ভিন্ন কিছু পদ্দতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment