মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২২)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২২তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৩ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৪ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৩

 drawing toolbar

 

8. Insert Clip Art: ক্লিপ আর্ট হচ্ছে কার্টুন অথবা এ জাতীয় কিছু ছবি বা ওয়ালপেপার। যা ডিফাল্টভাবে মাইক্রোসফট অফিসে থাকে। আমরা আমাদের কাজের প্রয়োজনে এই ক্লিপ আর্টগুলো ব্যাবহার করতে পারি। এর জন্য Insert Clip Art এ ক্লিক করব এরপর আমরা ডানপাশে দেখব যে Clip Art নামে একটা অপশন চলে এসেছে। একটু ভাল করে খেয়াল করলে দেখব যে নিচের দিকে “Organize ClipArt” নামে একটি অপশন আছে যা আমি 1 দিয়ে মার্কিং করেছি সেখানে ক্লিক করলে নিচের মত একটি অপশন আসবে সেখান থেকে Office Collections যা আমি 2 দিয়ে মার্কিং করেছি সেখানে ক্লিক করলে দেখা যাবে যে এর মধ্যে অনেক ফোল্ডার আছে সেখান থেকে প্রত্যেকটি ফোল্ডার আমরা দেখব এবং আমাদের যে ClipArt টি দরকার টা ড্রাগ করে পেজ-এ এনে ছেড়ে দিব। এভাবে আমরা ClipArt কে ব্যাবহার করে আমাদের কাজকে আর স্মার্টলি উপস্থাপন করতে পারি।

clip art opening

9. Insert Picture: Insert Picture এর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে Picture Insert করতে পারি। এর জন্য Insert Picture এ ক্লিক করব। তারপর যে অপশন আসবে সেখানে আমরা আমাদের কম্পিউটারে যেখানে Picture আছে ব্রাউজ করে সেখানে গিয়ে কাংখিত Picture টি সিলেক্ট করে Insert বাটনে ক্লিক করব। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই Picture Insert করতে পারি। উল্লেখ্য যে, Picture ClipArt গুলো পেজ-এ Insert হওয়ার পর আমরা সেই Picture ClipArt গুলোর চার পাশে ডট দেখতে পাব এই ডটগুলোর উপর মাউস নিয়ে গেলে দেখব যে আমাদের কার্সর পরিবর্তন হয়ে যাবে তখন ড্রাগ(মাউসের লেফট বাটন চেপে ধরে ইমেজের সিলেক্টেড এরিয়ার বাহিরে বা ভিতরে নেয়া।) করে ইমেজকে বড় বা ছোট করতে পারি। নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

drag clip art

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৫ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment