মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-২১)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২১তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-২ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৩ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-২

 drawing toolbar

 

6. Text Box: টেক্সট বলতে লেখা বুঝায় মাইক্রোসফট ওয়ার্ডে। আর টেক্সট বক্স বলতে টেক্সটের জন্য একটি বক্স বা এরিয়াকে বুঝানো হয়ে থাকে, যেখানে একাধিক টেক্সট বা প্যারা লেখা যায় এবং টেক্সট বক্সটি শেপের মত মানে যেখানে খুশি মুভ করা যায়। আমাদের কাজের প্রয়োজনে টেক্সট বক্সের প্রয়োজন হতে পারে।

7. Insert WordArt: মাইক্রোসফট ওয়ার্ডে লেখাকে বিভিন্নভাবে ডিজাইন করা যায় খুব সহজেই ওয়ার্ড আর্টের মাধ্যমে। টেক্সটকে ওয়ার্ড আর্ট ইফেক্ট দিতে Insert WordArt এ ক্লিক করব তারপর “Word Art Gallery” থেকে পছন্দমত যে কোন একটি ডিজাইন সিলেক্ট করে ওকে বাটন প্রেস করব, তারপর সেখানে “Your text here” লেখাটি মুছে আমরা যে লেখাটিকে ডিজাইন করতে চাই তা লিখব। প্রয়োজনে ফন্ট, ফন্ট সাইজ, ইতালিক ও বোল্ড সহ ইত্যাদি ইফেক্ট দিতে পারি এবং সর্বশেষে ওকে বাটন প্রেস করলেই আমরা আমাদের কাংখিত ডিজাইনটি পেজে দেখতে পারব। উল্লেখ্য যে এই ওয়ার্ড আর্টটি ও একটি শেপ হিসেবে গণ্য হবে মানে একটি শেপে যে সুবিধা পাওয়া যাবে এই ওয়ার্ড আর্টে ও সে সুবিধাগুলো পাওয়া যাবে।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৪ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment