মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-১৯)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ১৯তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৫ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-১ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৫

drawing toolbar

Drawing Toolbar: ড্রইং বা আঁকাআঁকি করতে আমরা সকলেই পছন্দ করি। মাইক্রোসফট অফিসে ও খুব সহজে ও সুন্দরভাবে ড্রইং করা যায়। উপরের চিত্রে আমরা নাম্বারিং করেছি এবং সেই নাম্বার অনুযায়ী নিন্মে পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করা হল।

1. Auto Shape: Auto Shape এ রেডিম্যাড কিছু শেপ বা ডিজাইন করা আছে, চাইলে আমরা আমাদের কাজের জন্য এগুলো ব্যাবহার করতে পারি। Auto Shape গুলো ব্যাবহার করার জন্য ড্রইং টুলবার-এ ক্লিক তারপর সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরি হতে কাংখিত ডিজাইনটি সিলেক্ট করব, ক্লিক করার সাথে সাথেই আমরা দেখব যে আমাদের পেজ-এ সেই ডিজাইনটি ড্রইং করার জন্য এরিয়া চলে এসেছে এখন আমরা এখানে মাউস দিয়ে ড্রাগ(মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ডান পাশে-নিচের দিকে এনে ছেড়ে দেয়া।) করলেই সেই ডিজাইনটি পাব।

2. Line: মাইক্রোসফট ওয়ার্ডে সোজা লাইন ড্রইং করার জন্য এই কমান্ডটি ব্যাবহার করা হয়। এর জন্য ড্রইং টুলবার থেকে Line এর উপর ক্লিক করব এবং পেজে তা ড্রাগ করব।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-২ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment