মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-১৮)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ১৮তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৪ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৫ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৪

formating text different ways

গত পর্বে ফরম্যাটিং বারের ছবিতে দেখানো ১১-১৩ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ পর্যায়ক্রমে ১৪ থেকে আলোচনা করব ইনশাল্লাহ।

14. Decrease Indent : আমরা অনেক সময় দেখে থাকি যে একটি প্যারাগ্রাফের প্রথম লাইনটি একটু স্পেস নিয়ে পরে শুরু হয় কিন্তু পরবর্তী লাইনগুলো মার্জিন ঘেঁষে থাকে। প্রথম লাইনটি যে স্পেসটুকু নেয় সেটাকে ইনডেন্ট বলে। Decrease Indent এর মাধ্যমে আমরা ইনডেন্টকৃত লাইনের দূরত্ব কমাতে বা Decrease করতে পারি। আমরা চাইলে কোন প্যারাগ্রাফে ইনডেন্ট না ও দিতে পারি।

15. Increase Indent : Increase Indent এর মাধ্যমে আমরা প্যারাগ্রাফে ব্যাবহার করা ইনডেন্টকৃত লাইনের ইনডেন্ট বারাতে বা Increase করতে পারি।

16. Outside Border : কোন Drawing অথবা টেবিল এর বাহিরের অথবা ভিতরের বর্ডারগুলো অদৃশ্য করার জন্য এই কমান্ড ব্যাবহার করা হয়। Drawing অথবা টেবিল এর বর্ডার অদৃশ্য করার জন্য Drawing অথবা টেবিলটি সিলেক্ট করে Outside Border এ ক্লিক করে কাংখিত ফরম্যাট সিলেক্ট করে দিব। তবেই Drawing অথবা টেবিল এর ভিতর অথবা বাহিরের বর্ডার অদৃশ্য হবে।

17. Font Color : মাইক্রোসফট অফিস লেখাগুলোকে বা টেক্সটগুলোকে ফন্ট বলা হয়। এই ফন্টের কালার পরিবর্তন করার জন্য এই কমান্ডটি ব্যাবহার করা হয়। ফন্ট পরিবর্তন করার জন্য ফন্টগুলো সিলেক্ট করে এই ফন্ট কালার এর ডাউন এরোতে ক্লিক করে কাংখিত কালারটি সিলেক্ট করে দিব। তবেই আমাদের কাংখিত কালারটি পাওয়া যাবে। ফন্টকে বিভিন্নভাবে কিভাবে সিলেক্ট করা যায় তার জন্য এই লিঙ্কে http://www.mediafire.com/?tvxa3j47dcv4c6y ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment