এসইও টিউটোরিয়াল:: এসইও টুলবার [পর্ব-১৬]

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই এসইও টিউটোরিয়াল । আজ আমি মূলত সাইটের এসইও করার জন্য একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো । কোন সাইট সার্চ ইঞ্জিন এ সাবমিট করার জন্য অনেক তথ্য সংগ্রহের প্রয়োজন হয় । যেমন; ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুকমার্ক ইত্যাদি কাজের জন্য পেইজরেঙ্ক চেক করা, আলেক্সারেঙ্ক চেক করা ইত্যাদি । তাই, এসব তথ্য সংগ্রহ করার জন্য ‘এসইও টুলবার’ নামে একটি সফটওয়্যার প্রয়োজন হয় । এছাড়া অফপেইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ কাজ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এসইও টুলস । একটি সাইটকে প্রফেশনালভাবে প্রমোট করার জন্য এসইও টুলস এর ভূমিকা অনস্বীকার্য । তাই এই টুলস ওয়েব মাস্টারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ।

এসইও টুলবারের কাজসমূহ;

  • যেকোনো ওয়েব সাইটের পেইজ রেঙ্ক চেক করতে পারবেন ।
  • একটি ওয়েব পেইজের কয়টি পেইজ সার্চ ইঞ্জিন এ সাবমিট করা আছে তা জানতে পারবেন ।
  • সাইটের সর্বমোট ব্যাকলিঙ্ক সংখ্যা জানতে পারবেন ।
  • কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন (যেমন; কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড বাছাই করা ইত্যাদি)
  • সাইটের ডোমেইন এর Whois দেখতে পারেবন ।
  • যেকোনো সাইটের No follow Link এবং Do follow Link চেক করতে পারবেন যা ব্যাকলিঙ্ক তৈরি করতে বিশেষভাবে সহায়ক ।

তাছাড়া, উপর্যুক্ত তথ্যগুলো সংগ্রহ করে যেকোনো সাইটের ভিজিটরের পরিমাণ জানতে পারেবন ।

‘এসইও টুলবার’ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

সাইজঃ ১২১ কিলোবাইট (মিডিয়াফায়ার লিঙ্ক)

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভাল থাকুন ।

1 thought on “এসইও টিউটোরিয়াল:: এসইও টুলবার [পর্ব-১৬]”

Leave a Comment