এসইও টিউটোরিয়াল:: ফোরাম পোস্টিং [পর্ব-১১]

সবাইকে আবারো সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এসইও টিউটোরিয়াল । আমরা গত পর্বে অফপেইজ এসইও এর একটি অংশ ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমরা আলোচনা করব ফোরাম পোস্টিং নিয়ে ।

ফোরাম হচ্ছে এমন একটি প্ল্যাটফরম যেখানে নির্দিষ্ট একটি বিষয়কে অনুসরন করে ভিজিটর আলোচনা করেন । বিভিন্ন ধরনের ফোরাম হতে পারেন যেমন; প্রযুক্তি বিষয়ক ফোরাম, স্বাস্থ্য বিষয়ক ফোরাম ইত্যাদি । আর এসব ফোরাম এ লেখালেখি করাই-ই মূলত ফোরাম পোস্টিং । একটি ফোরাম পোস্ট করে আপনার সাইটের লিংকটি দিয়ে দিলেন । এতে-ই আপনার সাইটের জন্য একটি ফোরাম পোস্ট হল । কিংবা কারও পোস্ট করা ফোরাম এ একটি মন্তব্য করলেন এক্ষেত্রে আপনার সাইটের একটি ব্যাকলিঙ্ক হয়ে গেল । এভাবে-ই ফোরাম পোস্টিং করে আপনার সাইটের ভিজিটর বাড়াতে পারেন । এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি কোথায় ফোরাম পোস্ট করবেন অর্থাৎ ফোরামের লিঙ্ক কোথায় পাবেন?

যদি কোন সাইটের পেইজর‌্যাঙ্ক ৫-১০ এর মধ্যে হয় তাহলে সেই সাইটে ফোরাম পোস্টিং করতে পারেন । কোন সাইটের পেইজর‌্যাঙ্ক চেক করতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।

উচ্চ পেইজর‌্যাঙ্ক সম্পন্ন কিছু ফোরামের তালিকা;

www.flickr.com/help/forum/en-us

www.myspace.com/forums

www.chronicle.com/forums

www.answers.com/

forums.cpanel.net/

এছাড়া, আরও ফোরামের লিস্ট পেতে এখানে ক্লিক করুন ।

ফোরাম পোস্টিং করার ক্ষেত্রে ফোরামে এমন কোন কিছু করবেন না যেন তা স্প্যাম হিসেবে বিবেচিত হয় । এক্ষেত্রে,

  • ফোরাম পোস্টিং করার জন্য প্রথমে ফোরামে নিবন্ধন করুন ।
  • নিবন্ধন করার পর-পরই ফোরাম পোস্টিং তেমন করবেন না । আপনি যখন তাদের পুরনো মেম্বার হবেন তখন থেকে ফোরাম পোস্টিং এর কাজ শুরু করবেন ।
  • ফোরামটিতে নিয়মিত ভিজিট করবেন এবং নিয়মিত ফোরাম নিয়মিত পোষ্ট করে আপডেটেড থাকুন । এক্ষেত্রে, আপনি বিভিন্ন পোষ্ট এ মন্তব্য করুন ।
  • বিভিন্ন আর্টিকেল এ একই মন্তব্য করবেন না ।
  • আপ্রাসঙ্গিক মন্তব্য করবেন না ।

বুঝতে সমস্যা হলে কমেন্ট জানাতে ভুলবেন না ।

1 thought on “এসইও টিউটোরিয়াল:: ফোরাম পোস্টিং [পর্ব-১১]”

Leave a Comment