এপ্রিল মাসেই আসছে ওয়ার্ডপ্রেস ৩.৬

ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স (ফ্রি) ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায় । একটি ডাইনামিক সাইট কিংবা ব্লগ তৈরি করতে ওয়ার্ডপ্রেস-ই সর্বোৎকৃষ্ট । গত ১১-১২-১২ তারিখে ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন ৩.৫ প্রকাশ করা হয় । পরবর্তীতে ২০১৩ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন ৩.৫.১ এ আপডেট করা হয় । কিন্তু আগামী এপ্রিল মাসের মধ্যেই আছে ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন ওয়ার্ডপ্রেস ৩.৬ (WordPress 3.6) | ওয়ার্ডপ্রেস ৩.৬ এ যুক্ত হয়েছে নতুন নতুন দারুন সব ফিচার যা ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিবে ।

নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে;

  • নতুন এবং আরও উন্নত অটোসেভ (Auto-Save) ব্যবস্থা যা লেখা হারানোর সমস্যা দূর করবে ।
  • পোস্ট লক (Post Lock) সিস্টেম । এক্ষেত্রে, কেউ যদি কোন পোস্ট এডিট করতে থাকে তখন সেই পোস্টটি লক অবস্থায় থাকবে ।
  • ওয়ার্ডপ্রেস ৩.৬ ডিফল্টভাবে থাকছে  সম্পূর্ণরূপে প্রতিক্রিয়াশীল & রেসপনসিভ Twenty Thirteen থিম ।
  • নতুন & উন্নত লগইন সিস্টেম । এছাড়া, লগইন সিস্টেম এ থাকছে আরও বেশ কিছু বিশেষ সুবিধা!
  • পোস্ট ফরম্যাট এ নতুন ইন্টারফেইস । পোস্ট লেখার ধরনে বেশ কিছু টুলস যুক্ত করা হয়েছে ।
  • নতুন এবং আরও সহজ মেন্যু পরিচালনা পদ্ধতি ।

এছাড়াও থাকছে আরও নতুন নতুন ফিচার ।আজকের লেখা এখানেই শেষ করছি । সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

2 thoughts on “এপ্রিল মাসেই আসছে ওয়ার্ডপ্রেস ৩.৬”

  1. এই ব্রেকিং নিউজটা জানানোর জন্য জিহাদ অসংখ্য ধন্যবাদ! আশা করি ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন রিলিজ হলেই প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটবে।

Leave a Comment