মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-১৬)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ১৬তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-২ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৩ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-২

গত পর্বে ফরম্যাটিং বারের ছবিতে দেখানো ৪-৬ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ পর্যায়ক্রমে ৭ থেকে আলোচনা করব ইনশাল্লাহ।

 formating text different ways

7. Align Left :আমরা যদি প্যারা আকারে কিছু লিখি তখন ডিফাল্টভাবে তা লেফট এলাইন থাকে এর ফলে দেখা যাবে যে আমাদের প্যারাটি দুই পাশে সমান হবে না। অর্থাৎ লেফট পাশের সমস্ত লাইনগুলো মার্জিন ঘেসে সমান হবে কিন্তু রাইট পাশের লাইনগুলো সমান হবে না, যখন লেফট এলাইন থাকবে। লেফট এলাইন করা থাকলে বা দিক থেকে লেখা শুরু হবে। লেফট এলাইন একটিভ করা থাকলে ফরম্যাটিং বারে এলাইন লেফট আইকনটি হলুদ দেখাবে ঠিক এই ছবিটির মত-left align

8. Align Center : আমরা যদি কোন প্যারার হেডিং অথবা শিরোনাম হিসেবে কিছু লিখতে চাই তখন আমাদের শিরোনামটিকে ছেন্টার বা কেন্দ্রে রাখার জন্য এলাইন ছেন্টার ব্যাবহার করতে হবে। এলাইন ছেন্টার ব্যাবহার করলে আমাদের টেক্সটগুলো দুই পাশ থেকে ছেন্টার বা কেন্দ্রে অবস্থান করবে। এলাইন ছেন্টার করা থাকলে ছেন্টার থেকে লেখা শুরু হবে। এছাড়াও এলাইন ছেন্টার একটিভ করা থাকলে ফরম্যাটিং বারে এলাইন ছেন্টার আইকনটি হলুদ দেখাবে ঠিক এই ছবিটির মত-

align center

9. Align Right : এলাইন রাইট ব্যাবহার করলে টেক্সটগুলো ডান দিকে থাকবে এবং ডান পাশ থেকে লেখা শুরু হবে। এলাইন রাইট একটিভ থাকলে ডান পাশের টেক্সটগুলো মার্জিন ঘেঁষে থাকবে এবং বা পাশের টেক্সটগুলো মার্জিন ঘেঁষে থাকবে না। এছাড়াও এলাইন রাইট একটিভ করা থাকলে ফরম্যাটিং বারে এলাইন রাইট আইকনটি হলুদ দেখাবে ঠিক এই ছবিটির মত-

align right

10. Justify : এলাইন জাস্টিফাই একটিভ থাকলে লেখাগুলো দুই পাশের মার্জিনের প্রান্ত ঘেঁষে থাকবে যা দেখতে খুব সুন্দর লাগবে। এলাইন জাস্টিফাই একটিভ থাকলে বা দিক থেকে লেখা শুরু হবে। এছাড়াও এলাইন জাস্টিফাই একটিভ করা থাকলে ফরম্যাটিং বারে এলাইন জাস্টিফাই আইকনটি হলুদ দেখাবে ঠিক এই ছবিটির মত-

justify

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এ টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা পর্ব-৪ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment