ওয়ার্ডপ্রেসের লগ ইন ইরর ম্যাসেজ বন্ধ করা

আমরা কখনো কখনো ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার সময় ইউজার পাসওয়ার্ড ভুল করলে লগ ইন পেজে একটা ইরর মেসেজ দেখায়। এটা বন্ধ করে রাখুন। কারণ বন্ধ না করলে তাতে করে হ্যাকারদের সুবিধা হয়। এবং একের পর এক তারা চেষ্টা করতে থাকে। এবং অনেক ক্ষেত্রেই সফল হয় কারণ আপনার ইউজার নেম থাকে ‘admin’ আর পাসওয়ার্ডটা মিলে গেলেই হল।
login-error
লগ ইন ইরর ম্যাসেজ বন্ধ করতে এই কোডটি আপনার থিমের function.php ফাইলের ‘?>’ এই ট্যাগ এর আগে বসিয়ে দিন।

add_filter(‘login_errors’, ‘__return_false’);

Leave a Comment