মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-১৩)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ১৩তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।

গত পর্বে আমরা View মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো খন্ড-২ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস Header and Footer নির্ধারন পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর View মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো খন্ড-২:

header and footer

Header and Footer: Header and Footer একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা কোন হ্যাডিং(পেজ-এর উপরে) এবং পেজ নং/অথবা অন্য কিছু(পেজ-এর নিচে) একবার লিখে তা Header and Footer এর মাধ্যমে প্রতিটি পেজ-এ অটোম্যাটিক্যালি শো করাতে পারি, এজন্য আমাদের বারবার লেখার আর প্রয়োজন হবে না। ব্যাপারটা আমি একটা উদাহরন দিয়ে বুঝানোর চেষ্টা করছি। ধরুন আমার একটি কম্পিউটার কোচিং সেন্টার আছে “Pc Lab” এই নামে। এখন আমি আমার কোচিং সেন্টারের মাইক্রোসফট ওয়ার্ড” ক্লাশের জন্য একটি সীট তৈরি করবো, সেই সীটে আমার ‘প্রতিষ্ঠানের নাম’, যে বিষয়ের উপর সীটটি হবে তার নাম(‘মাইক্রোসফট ওয়ার্ড’), আমার ‘ফোন নং’ এই বিষয়গুলি প্রতিটি পেজ-এর উপরে এবং ‘পেজ নং’ প্রতিটি পেজ-এর নিচে থাকবে এবং তা অটোমেটিক্যালি জেনারেট হবে, মূলত এটাই Header and Footer-এর কাজ। Header and Footer নির্ধারণ করার জন্য View মেনু থেকে Header and Footerএ ক্লিক করতে হবে। তারপর Header Footer টেক্সট এরিয়াতে আমরা যা দেখাতে চাই তা লিখে টেক্সটকে ফরম্যাটিং করে Close এ ক্লিক করব। নিচের ছবিটি দেখুন-

header and footer img

আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment