এবার কাগজে লিখবে রোবট

বাজারে এলো হেরাল্ড রোবট যা আপনার আমার মত লিখতে পারবে কাগজে। এমনকি আমাদের চেয়ে ভালো লিখতে পারবে। যন্ত্রটির তিন-অক্ষ নিয়ন্ত্রক এবং একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস রয়েছে , আপনি যা ইনপুট দিবেন ঠিক সেটা গ্রহন করে নিপূণভাবে লিখবে।
4a2c50_6e928c50fdc89a86e45bd8a7465af5cb.jpg_srz_550_402_75_22_0.50_1.20_0.00_jpg_srz
ফ্রাঙ্কলিন ডব্লিউ অলিন ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ জন  আণ্ডারগ্র্যেজুয়েট অধ্যয়নরত শিক্ষার্থী ড্যানিয়েল ডিক্টার, কেইট মাস্কান, শেইন স্কিকন, এরিক তাপ্পান, ডায়না ভারমেলিয়া এই রোবটটি নির্মান করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্ট হিসেবে তারা এটি নির্মান করেন।
তারা বলেন- আমরা মূলত  লিপিবিদ্যার শৈল্পিক গুণ দ্বারা অনুপ্রাণিত হয়েছি।
গঠনঃ

4a2c50_17230980c220c945aa59bdf9f5791248.png_srz_755_510_75_22_0.50_1.20_0.00_png_srz

তিন অক্ষের মধ্যে ২টি কাগজের মধ্যে আর একটি পর্যায়ক্রমে কাগজের উপরে উঠে আসে। প্রত্যেক অক্ষ স্টেপার মোটর দ্বারা নিয়ন্ত্রিত
writebot-100028675-orig
হয়।অক্ষগুলো সম্পুর্ন জোড়বদ্ধ হয়ে কাগজের উপর হাত দিয়ে যেভাবে পরিচালনা করা হয় সেভাবে পরচালিত হয় ।
হেরাল্ড পেটানো এলুমিনিয়াম এবং এবিসি প্লাস্টিক দিয়ে তৈরি।

writebot-100028675-orig
যেভাবে কাজ করেঃ

যন্ত্রটি নিয়ন্ত্রন করার জন্য একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস(GUI) রয়েছে। এটি ব্যবহারকারীর ইনপুট গ্রহন করে এবং তার বিভন্ন রূপ দিতে সক্ষম হয় যা মেশিনে পাঠানো হয়।

4a2c50_a8512c8a15fd4ced22ac6cee182dfb86.png_srz_875_525_75_22_0.50_1.20_0.00_png_srz

তারপর তা খাতায় লিপিবদ্ধ করে নেয় মেশিন।

4a2c50_9a0371229b61cda1cf80038d903e8948.png_srz_515_505_75_22_0.50_1.20_0.00_png_srz

আরো বিস্তারিত জানতে চাইলে ভিজিট করতে পারেন হেরাল্ডএর সাইটে

Leave a Comment