এসইও টিউটোরিয়াল:: সাইটম্যাপ সাবমিট করা [পর্ব-০৯]

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও )  টিউটোরিয়াল । গত পর্বে আমরা সাইট ম্যাপ তৈরি নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমরা আলোচনা করবো সাইট ম্যাপ সাবমিট নিয়ে । আমি গত পর্বে বলেছিলাম, সাইটম্যাপ নিয়ে দুইটি পোষ্ট এর মাধ্যমে আলোচনা করা হবে । প্রথম অংশ হচ্ছে, সাইট ম্যাপ তৈরি করা এবং দ্বিতীয় অংশ হচ্ছে গুগল ওয়েব মাষ্টার টুলস এ সাইট ম্যাপ সাবমিট করা । সুতরাং, আজকে আমরা দেখবো কিভাবে সাইট ম্যাপ সাবমিট করতে হয়?

সাইটম্যাপ সাবমিট করার জন্য প্রথমে সাইটম্যাপ তৈরি করতে হবে যা গত পর্বে আমরা দেখিয়েছি । সাইটম্যাপ তৈরি করার পর প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন এবং নিচের মত একটি পেইজ আসবে;

sitemap3

 

এবার আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;

sshot-1

 

এবার এখান থেকে ‘ADD A SITE’ এ ক্লিক করুন;

sshot-1

 

এখন আপনার সাইটের নাম লিখে ‘Continue’ বাটনে ক্লিক করুন । কিছুক্ষনের মধ্যেই আপনার সাইটটি গুগল ওয়েব মাষ্টার টুলস এ যোগ হবে ।

sshot-1

এবার সাইটম্যাপটি সাবমিট করার জন্য ‘Sitemaps’ এ ক্লিক করুন;

sshot-1

‘ADD/TEST SITEMAP’ এ ক্লিক করুন এবং সেখানে আপনার তৈরিকৃত সাইটম্যাপ (sitemap.xml) এর নাম দিন;

sshot-1

 

এবার, ‘Submit Sitemap’ বাটনে ক্লিক করুন । কিছুক্ষনের মধ্যেই আপনার সাইটটি সাবমিট হয়ে যাবে ।

আপনার সাবমিট করা সাইটম্যাপটি ইনডেক্স হতে ৬-৭ দিন সময় লাগতে পারে ।

 

আজকের এসইও টিউটোরিয়াল এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানান ।

-ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন ।

3 thoughts on “এসইও টিউটোরিয়াল:: সাইটম্যাপ সাবমিট করা [পর্ব-০৯]”

  1. ভাই প্রতিটি পেজের ইউ আর এল কি সাইট ম্যাপের জন্য সাবমিট করতে হবে? প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ।

Leave a Comment