সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও ) টিউটোরিয়াল । গত পর্বে আমরা কিওয়ার্ড স্থাপন নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমরা আলোচনা করবো সাইট ম্যাপ সাবমিট নিয়ে । সাইটম্যাপ নিয়ে মূলত দুইটি পোষ্ট এর মাধ্যমে আলোচনা করা হবে । প্রথম অংশ হচ্ছে, সাইট ম্যাপ তৈরি করা এবং দ্বিতীয় অংশ হচ্ছে গুগল ওয়েব মাষ্টার টুলস এ সাইট ম্যাপ সাবমিট করা । সুতরাং, আজকে আমরা দেখবো কিভাবে সাইট ম্যাপ তৈরি করতে হয়?
সাইট ম্যাপ সাবমিট অনপেইজ এসইও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ । মূলত, এটি হচ্ছে অনপেইজ এসইও এর সর্বশেষ ধাপ । আপনার সাইটের একটি সাইটম্যাপ গুগলকে দিয়ে দিলে আপনার সাইটটি প্রথম পেইজ এ আনতে সুবিধা হবে ।
সাইটম্যাপ তৈরি করার জন্য প্রথমে এই লিঙ্ক এ প্রবেশ করুন । এবার নিচের মত একটি পেইজ আসবে;
উপরের ফর্ম এ সাইটের নাম এবং ফর্মগুলো যথাযথভাবে পূরণ করে ‘Start’ বাটনে ক্লিক করুন । সাইটম্যাপ তৈরি হতে কিছুক্ষন সময় লাগতে পারে । আপনার সাইটটি যত বড় হবে সাইটম্যাপ তৈরি হতে তত বেশী সময় লাগবে । সাইটম্যাপ তৈরি হলে নিচের চিত্রের মত আসবে;
সাইটম্যাপ তৈরি হলে বেশকিছু আপনার সাইটের তৈরিকৃত সাইটম্যাপ ফাইল পাবেন । সেখান থেকে ‘sitemap.xml’ টি ডাউনলোড করুন এবং তা সেভ করে রাখুন ।
আজকের এসইও টিউটোরিয়াল এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানান ।
আগামী পর্বে থাকছেঃ সাইটম্যাপ সাবমিট করা ।
Free Blog and wordpress এর Sitemap তৈরি করতে পেরেছি কিন্তু Sitemap Submit করতে পারছি না। কারণ জানালে খুশি হৰ।
http://www.elance.com
অসাধারন একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি এই টিউটোরিয়ালটি সফল ভাবে সম্পূর্ণ করবেন
লেখাটি ভালো লাগলো।