সি প্যানেল দিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল – দ্বিতীয় পর্ব , Files পরিচিতি

সি প্যানেল নিয়ে আমার ধারাবাহিক টিউটোরিয়াল এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম । এর আগে একটি টিউটোরিয়ালটি  লিখেছেলাম , পরীক্ষা থাকায় কিছুটা দেরি হলেও আজকে উপস্থিত হলাম আমার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে । আগের পর্বে আলোচনা করা হয়েছে Preferences নিয়ে , আজকে আলোচনা করব Files নিয়ে । চলুন দেখে নেয়া যাক কি কি আছে Files এর মাঝে ।

 

cPanel

 

  1. Backups
  2. Backup Wizard
  3. File Manager
  4. Legacy File Manager
  5. Web Disk
  6. Disk Space Usage
  7. FTP Accounts
  8. FTP Session Control

 

সাধারনত এই আট ধরনের টুলস নিয়েই সাজানো থাকে সিপ্যানেলের Files সেকশনটি । চলুন দেখে নেই প্রতিটি সেকশনের কাজগুলো ।

 

Backups : এই অপশনটি যেকোনো সাইতের জন্যই খুবই গুরুত্তপুর্ন । ওয়েব সাইট এর সকল তথ্য ব্যাকাপ নিতে কিংবা ব্যাকাপ রেস্টোর করতে এই অপশনটি বব্যবহার করা হয়ে থাকে । কোনো দুর্ঘটনা , অসাবধানতা , বা হ্যাকিং এর শিকার হয়ে ওয়েব সাইট বা এর ডাটা বা নষ্ট হলে ব্যাকাপ রেস্টোর করে আগের অবস্থায় সাইটকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।

Backup Wizard : এটার কাজও অনেকটা Backups এর মত তবে এর ব্যাভার বিধি একটু আলাদা । এখান থেকে চাইলে হোম ডিরেক্টরি এবং ডাটাবসের ব্যাকাপ আলাদা আলাদা ভাবে নিতে পারবেন কিংবা রেস্টোর করতে পারবেন । আগামী পর্বে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

File Manager: ওয়েবসাইটের ফাইল জনিত সকল কাজ যেমন ফাইল আপলোড করা, ডিলিট করা, নতুন ফাইল তৈরি , ফাইলের পারমিশন পাল্টানো, ফোল্ডার বানানো সব ধরনের কাজ এখানে সম্পন্ন করা হয় । তাই একে ফাইল ম্যানেজার বলে ।

Legacy File Manager : এটির কাজও অনেকটা File Manager এর মত তবে এর ইন্টারফেস আর ব্যাবহার বিধিতে কিছুটা পরিবর্তন রয়েছে ।

Web Disk : এখান থেকেও আপনার সাইটের ফাইল গুলো নিয়ন্ত্রন করতে পারবেন। তবে এর কাজ একটু ব্যতিক্রম।

Disk Space Usage: এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়েব সাইটের জন্য বরাদ্দ জায়গার ( ডিক্স স্পেস ) কতটুকু আপনি ব্যবহার করেছেন এবং কতটুকু ফাকা আছে ।

FTP Accounts: FTP এর পুর্ন অর্থ হল File Transfer Protocol । সাইটের ফাইল ট্রান্সফারের কাজগুলো মুলত এর মাধ্যমে করা হয়  । এর জন্য যেকোনো একটি FTP সফটওয়ারের প্রযোজন পড়বে । বর্তমানে সবথেকে জনপ্রিয় FTP সফটওয়ার হচ্ছে Filezilla .

FTP Session Control : FTP Session এর মাধ্যমে আপনি আলাদা আলাদা করে তৈরি করা FTP একাউন্টগুলো একসাথে মনিটর করতে পারবেন ।

পরবর্তি টিউটোরিয়াল থাকছে সিপ্যানেলের সাহায্যে ওয়েবসাইটের সম্পূর্ণ ব্যাকাপ নেয় এবং রেস্টোর করার পদ্ধতি । ধন্যবাদ ।

1 thought on “সি প্যানেল দিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল – দ্বিতীয় পর্ব , Files পরিচিতি”

Leave a Comment