বাজারে এসেছে উইন্ডোজ ৭ উপযোগী ইন্টারনেট এক্সপ্লোরার ১০

ইন্টারনেট এক্সপ্লোরার তার পুর্বসুরিদের হাত ধরে এখন উইন্ডোজ ৭ এর উপযোগী হয়ে এসেছে।

internet-explorer-10
আজকে এক কনফারেন্সে মাইক্রোসফট ঘোষণা করেন তারা উইন্ডোজ ৭ এর উপযোগী আইই১০ (IE10) নিয়ে এসেছেন যা এখন তাদের সাইট থেকে ডাউনলোড করা যাবে। IE9 প্রকাশ করার সময়েই গত নভেম্বরে কোম্পানী ঘোষণা দিয়েছিল যে তারা শিগ্রিই উইন্ডোজ ৭  উপযোগী ব্রাউজার নিয়ে আসছেন। সে ধারাকবাহিকতায় নিয়ে আসলো IE10।
internet-explorer-10-for-windows-7-16-535x535
মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, IE8 এর গ্রাহক এর চেয়ে IE9 এর গ্রাহক সংখ্যা অনেক বেড়েছে।
তবে স্টাটকর্নারের মতে-তাদের ব্রাউজারটি গুগল ক্রোম ১৫ এর মত এতো জনপ্রিয় নয়, হবে বলেও আশা করা যায়না। IE9 এর তুলনায় ভালো।
মাইক্রোসফট IE10 সম্পর্কে মত প্রকাশ করে বলেন IE10 পুর্বের IE9 এর চেয়ে ২০% দ্রুত গতি সম্পন্ন। এবং এতে CSS3, HTML5 ও IE9 এর চেয়ে ভালো কাজ করে।

1 thought on “বাজারে এসেছে উইন্ডোজ ৭ উপযোগী ইন্টারনেট এক্সপ্লোরার ১০”

Leave a Comment