Erase কমান্ডঃ অটোক্যাড টিউটোরিয়াল (১২ পর্ব)

অটোক্যাড টিউটোরিয়াল – ১ম পর্ব

মেনু পরিচিতিঃ অটোক্যাড টিউটোরিয়াল (২য় পর্ব)

এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব)

ভিউ মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৪য় পর্ব)

ইনসার্ট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৫য় পর্ব)

ফরম্যাট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৬য় পর্ব)

টুলস মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৭য় পর্ব)

Erase কমান্ড ঃ

এই কমান্ডটি প্রয়োগের মাধ্যমে ড্রইংকৃত অবজেক্টকে মুছে ফেলা যাবে। প্রক্রিয়াটি দুইভাবে সম্পন্ন করা যাবে। একটি প্রথমে অবজেক্ট সিলেক্ট করার পর Erase কমান্ড প্রয়োগের মাধ্যমে এবং অন্যটি প্রথমে Erase কমান্ড প্রয়োগ করার পর অবজেক্ট সিলেক্ট করে। অটোক্যাডে কোন অবজেক্ট মুছে ফেলার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন। যে অবজেক্টটি মুছে ফেলতে চান  প্রথমে সিলেক্ট করুন। অবজেক্টকে সিলেক্ট করলে তা নিচের ছবির মতো দেখাবে।

এবার মডিফাই টুলবার থেকে Erase কমান্ড আইকনে ক্লিক করুন অথবা মডিফাই মেনু থেকে Erase -এ ক্লিক করুন তাহলে অবজেক্টটি মুছে যাবে। এছাড়া কমান্ড লাইন ব্যবহার করেও অটোক্যাডে অবজেক্ট মুছে ফেলা যাবে। এজন্য কমান্ডলাইনে লিখুন erase এবং কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন।

তাহলে কার্সরটি একটি আয়তাকার অবজেক্টে পরিণত হবে। এবার যে অবজেক্টটি মুছে ফেলতে হবে তার উপর কার্সরটি নিয়ে বাম বোতামে ক্লিক করে সিলেক্ট করুন। এবার কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। তাহলে অবজেক্ট টি মুছে যাবে। এভাবে অটোক্যাডে ড্রইংকৃত অবজেক্টকে মুছে ফেলা যাবে।

 

Leave a Comment