মজার টিপস এন্ড ট্রিকস -১

আমরা প্রায় সকলে  ইন্টারনেট ব্যাবহার করি।বিভিন্ন জন বিভিন্ন অপারেটরের কেউ লিমিটেড ব্যান্ডউইথ কেউ আনলিমিটেড ব্যান্ডউইথ।আজকে আপনাদের সাথে ছট্ট একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তা অবশ্যই ফ্রি!সেটি হল নেট ব্যালেন্সার (NetBalancer)।আমরা হয়ত প্রায় একটা সমস্যায় পড়ি তা হল নেট ব্যাবহারের সময় প্রকৃত স্পিড পাই না অথবা দ্রুত ব্যান্ডউইথ ফুরিয়ে যায়। যারা লিমিটেড ব্যান্ডউইথ এর নেট ব্যবহারকারী তাদের জন্য এটা বেশী র্কাযকর।অনেক সময় অপারেটিং সিস্টেমে অপ্রয়জনীয় সফটওয়্যার install হয়ে যায় আর আমাদের নেট স্পিড স্লো করে ব্যান্ডউইথ নষ্ট করেদেয়।

NetBalancer: Click Here to Download


এটি দিয়ে যা করা যাবেঃ

  1. Set download and upload network priority or limit for any process
  2. Supported priorities: High, Normal, Low, Block, Ignore, Limit, Drop, Dela
  3. Automatically load priorities and limits from a network located file
  4. Automatically load rules from a network located file
  5. Define detailed network traffic rules
  6. Group local network computers and balance their traffic synchronised
  7. Protect all settings and priorities with a password to prevent unauthorised changes
  8. Show all system processes with their in and out network traffic speed
  9. Show current connections for any process
  10. Detailed download and upload traffic history for any process since first NetBlancer’s install
  11. View overall system traffic as a graph
  12. Show network traffic in system tray
  13. Fine tune priorities (see Level Severity setting)
  14. Native 64 bit support for best performance
  15. Full IPv6 support
  16. Set global traffic limits

মেইন উইনন্ডোর চিএ…

আমরা যেভাবে কোন সফটওয়্যার কে নেট লিমিটেশন সেট করব…যে সফটওয়্যার কে নেট লিমিটেশন দিতে চাই তার উপর রাইট ক্লিক করে limit এ ক্লিক করি একটি বক্স আসবে চিত্রে দেখুন..

সেখানে নিজের সুবিধা মত লিমিট সেট করেদিতে পারবেন।

চাইলে আপনি Block ও করে দিতে পারবেন।

অথবা নিজের মত Rule সেট করতে পারবেন….

আরেকটি বেনাস :

অনেকে এরকম 3D Window আনতে পারেন না তাদের জন্য বলছি..কয়েকটি Folder Open করে কির্বোড এর“window button +Tab Button” press করলে চলে আসবে। তবে অবশ্যই Windows vista,7,8 এর জন্য প্রযজ্য।

যারা Windows Button চেনেন না দেখুন…

Leave a Comment