ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-৩

শুভেচ্ছা নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। আমার ‘ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?।‘ সিরিজ পোস্টের ৩য় পর্ব এটি এখানে আমি ব্লগ এবং ব্লগিং নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যারা আমার আগের পোষ্ট দুইটি দেখেন নি তাদের জন্য নিচে পোষ্ট দুইটির লিংক দেওয়া হল:

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-১
ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-২

আশাকরি উপর থেকে পোষ্ট দুইটি ভালো ভাবে দেখে নিয়েছেন। এখন আসি তৃতীয় পর্বের মূল আলোচনায়। এই পর্বে আমি আলোচনা করব ব্লগের বিষয় নির্বাচন নিয়ে। আপনার ব্লগ এবং ব্লগিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি তাই মনোযোগ দিয়ে লক্ষ করুন:
বিষয় নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে, আপনি কোন বিষয় নিয়ে ব্লগে লিখবেন তাই। এই বিষয় নির্বাচন এর ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো নিচে দেয়া হল:
১. অবশ্যই আপনি ব্লগিং এর ক্ষেত্রে একটি মাত্র ব্লগে একটি মাত্র বিষয় নিয়ে লিখবেন।
২. আপনি সবচেয়ে যে বিষয়ে বেশি বোঝেন এবং বোঝাতে পারেন সেটি নিয়ে লিখবেন।
৩. সবসময় বিভিন্ন সাইট ভিজিট করে দেখবেন যে, আপনার বিষয়ের কোন জিনিষটির চাহিদা বেশি আপনি সেটি লিখবেন।
৪. যে বিষয়টি আপনার নিজের কাছে খুব ভালো লাগে সেটি নির্বাচন করবেন।
৫. একটি বিষয় নিয়ে লিখতে লিখতে হঠাত অন্য বিষয়ে চলে যাবেন না।
৬. যে বিষয়টি নিয়ে লিখবেন সেটির আপডেটেড ইনফর্মেশন আপনার ব্লগে দেয়ার চেষ্টা করবেন।
৭. লক্ষ রাখবেন যে, আপনার নির্বাচিত বিষয়টি যেন প্রায় সকল প্রকার ভিজিটরের কাছে গ্রহণযোগ্য হয়।

সামনের পর্বে আমরা পোষ্ট করার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। এই প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

Leave a Comment