ওপেন অফিস-পর্ব ১

আমরা অনেকে অফিস প্রোগ্রাম ব্যাবহার করি।এটি একটি নিত্য দিনের ব্যবহারের সফট ওয়্যার কিন্তু আমরা অফিস প্রোগ্রাম বলতে মূলত Microsoft এর Microsoft Office সফটওয়্যার কেই জানি।আমরা যে Microsoft এর Microsoft Office সফটওয়্যার ব্যবহার করি তা কি ক্রয় করে ব্যাবহার করি? যদি তা না করি তার মানে আমরা তা চুরি করে চালাচ্ছি!( piracy) যেখানে আমাদের ফ্রি অফিস প্রোগ্রাম আছে তবে কেন আমরা তা চুরি করে চালাচ্ছি!আমি আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দিব এমন এক ফ্রি অফিস প্রোগ্রাম সফটওয়্যার এর সাথে। তবে হ্যা ফ্রি বলে এটা কোন অংশে Microsoft Office সফটওয়্যার এর চেয়ে কম নয়।অনেকে Microsoft Office সফট ওয়্যার ব্যাবহার করে অভস্থ্য চিন্তার কিছু নেই এটার চেহারা মোটা মোটি Microsoft Office সফট ওয়্যার এর মতই..হ্যা অনেক লেকচার দিয়েছি..আসলে সফটওয়্যারটার নাম হল অপেন অফিস ডট অরগ(Open Office.Org) তবে এটা অপেন অফিস নামেই পরিচিত।

#এখন দেখি কারা এই ফ্রি অপেন অফিস ব্যাবহার করছেনঃ

১.বিভিন্ন সরকারী সদর দপ্তর এ।

২.বিভিন্ন একাডেমিতে।

৩.আাইটি র্ফামে।

৪.অপেন র্সোস ফাউন্ডেশন এ ।

৫.সাধারণ জনতা।

৬.বিশিষ্ট আইটি আইকনেরা।

৭.আপনি,আমি সবাই….

#কেন ব্যবহার করছে?

১.এটা সর্ম্পূন ফ্রি কোন টাকা দিতে হয় না।

২.এটা চমৎকার একটি সফটওয়্যার।

৩.সহযে ব্যাবহার করা যায়।

৪.এটা অতন্ত্য সুরক্ষিত।

৫.আপনি এটা আপনার নিজের ভাষা তেও ব্যবহার করতে পারছেন এমন কি বাংলাতেও।

৬.দ্রুত লোড হয়।

৭.কম মেমরির মেশিনেও চলে।

#এতে আপনি যা যা পাবেন:

আরও অনেক সুবিধা পাবেন এই ফ্রি অপেন অফিস ব্যাবহার এ…

এটির মূল সফটওয়্যর টির মেমরিও কম মাএ ১৩০ মেগাবাইট

ত চলেন চট পট ডাউনলোড করে নিন অপেন অফিস

Link:http://sourceforge.net/projects/openofficeorg.mirror/files/stable/3.4.1/Apache_OpenOffice_incubating_3.4.1_Win_x86_install_en-US.exe/download

চলুন দেখি কিভাবে অপেন অফিস install দিবেন..

Next এ ক্লিক করেন..

আজ এই পর্যন্ত আগামী তে TEXT Document (writer) নিয়ে আলোচনা করা হবে..

ধন্যবাদ..

2 thoughts on “ওপেন অফিস-পর্ব ১”

Leave a Comment