সি প্যানেল দিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল – প্রথম পর্ব , Preferences পরিচিতি

সবাইকে শুভ কামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ধারাবাহিক টিউটোরিয়াল । এর আগে অনেক ব্লগে লেখালেখি করলেও ধারাবাহিকভাবে আগে কোথাও লিখি নি। তাই এটাই আমার প্রথম ধারাবাহিক টিউটোরিয়াল । তাই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো । এর আগেও সিপ্যানেল নিয়ে নানা আলোচনা হলেও ধারাবাহিকভাবে কোনো টিউটোরিয়াল প্রকাশিত হয়নি । তাই নিজেই বসে গেলাম সি প্যানেল নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লেখতে ।

কি এই সি প্যানেল ?

সি প্যানেল হচ্ছে একটি ওয়েবসাইটের নিয়ন্ত্রন প্যানেল যেখানে সাইটের গুরুত্তপুর্ন ডাটা সেভ করে রাখা হয় । তাই একটি সাইটের সম্পুর্ন কন্ট্রোল থাকে সি প্যানেলে । চলুন দেখে আসি কি কি রয়েছে সি প্যানেলে  ।

সি প্যানেলের ডেমো দেখতে চাইলে এখানে যান

cPanel Demo

1. Preferences

2. Mail

3. Files

4. Logs

5. Security

6. Domain

7. Database

8. Software/Service

9. Advanced

১০. Softaculous Apps Installer

সিপ্যানেল সাধারনত এই দশটি টুলস নিয়েই সাজানো থাকে । তবে প্রোভাইডারভেদে কিছু অপশনের রকমফের হতে পারে । যেমন আমার দেয়া স্ক্রিনশর্টটি নেমচিপের সিপ্যানেলের স্ক্রিনশর্ট । তাই উপরে “Exclusive For namecheap Customers” নামে একটি অতিরিক্ত অপশন দেখতে পাচ্ছেন । এটা অন্য সিপ্যানেলে নাও থাকতে পারে আবার নতুন নামে কিংবা নতুন স্টাইলেও থাকতে পারে । তবে উপরে যে দশটি পয়েন্টের কথা বলা হয়েছে সেগুলো সব সিপ্যানেলেই থাকে ।

আজকে আমরা আলোচনা করবো প্রথম পয়েন্ট Preferences নিয়ে । পরবর্তিতে অন্য অপশনগুলো নিয়েও ধারাবাহিকভাবে লেখা হবে । চলুন দেখে আসা যাক কি আছে Preferences এর মাঝে ।

Preferences এর মাঝে মোট সাতটি অপশন রয়েছে ।

    ১. Getting Started Wizard

২. Video Tutorials

৩. Change Password

৪. Update Contact Info

৫. Change Style

৬. Change Language

৭. Shortcuts

Getting Started Wizard: এটি বিশেষভাবে নতুন ইউজারদের জন্য তৈরি করা হয়েছে । সিপ্যেনেলের ব্যাবহার সম্পর্কে বেসিক ধারনা নিতে পারবেন এখান থেকে ।

Video Tutorials: নাম শুনেই আশা করি এর কাজ সম্পর্কে বুঝতে পেরেছেন । সি প্যানেলের ব্যাবহার সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন এখানে থেকে ।

হা এখানে সি প্যানেলর ব্যবহার বিধি নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন।

Change Password: এই অপশন থেকে আপনি সি প্যানেলের লগইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন । তবে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে অবশ্যই পুরনো পাসওয়ার্ড জানতে হবে । এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন , যদি সিপ্যানেলের লগইন পাসওয়ার্ড ভুলে যান তবে কি হবে ? এক্ষেত্রে একমাত্র সমাধান হল আপনার যেই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনেছেন তাদের সাথে যোগাযোগ করা। অনেক হোস্টিং প্রোভাইডারই ইউজার একাউন্ট থেকে সরাসরি পাসওয়ার্ড চেঞ্জ করার সুযোগ দেয় । তাই আগে চেক করে দেখুন আপনার প্রোভাইডার সেই সুবিধা দিচ্ছে কিনা । যদি না দেয় তাহলে তাদের সাপোর্টে যোগাযোগ করুন , আশা করি সমাধান পেয়ে যাবেন ।

Update Contact Info :  এটি খুবই গুরুত্তপুর্ন একটি অংশ । এখান থেকে আপনি ইমেল এড্রেস এবং ইমেইল নোটিফিকেশন ( যেমন ব্যান্ডইউথ কিংবা ডিক্স স্পেস ফুরিয়ে যাওয়া ) নিয়ন্ত্রন করতে পারবেন । অনেকে না বুঝেই নোটিফিকেশন বন্ধ করে দেন। ভুলেও এটি করবেন না , তাহলে আপনার ব্যান্ডইউথ কিংবা ডিক্স স্পেস ফুরিয়ে গেলেও মেইল এলার্ট পাবেন না । ফলে সাইটই অফলাইনে চলে যাবে ।

Change Style :  এখান থেকে আপনি আপনারা সি প্যানেলের থীম বা ডিজাইন পরিবর্তন করতে পারবেন । সাধারনত সিপ্যানেলে ১৫ রকমের থীম বা ডিজাইন থাকে ।

Change Language : নাম শুনেই আশা করি বুঝে গেছে , এখান থেকে আপনি সি প্যানেল এর ভাষা  পরিবর্তন করতে পারবেন । বেশিরভাগ সিপ্যানেল ই ১৪ টি ভাষা সমর্থন করে ।

Shortcuts: এটি একধরনের ডেস্কটপ শর্টকার্ট যা দিয়ে আপনি সহজেই সি-প্যানেল বা ওয়েব মেইলে একসেস করতে পারবেন

আজ এই পর্যন্তই । আগামি পর্বে থাকছে সিপ্যানেলের Filesঅপশনের পরিচয় । সে পর্যন্ত ভালো থাকুন । শুভ রাত্রি ।

1 thought on “সি প্যানেল দিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল – প্রথম পর্ব , Preferences পরিচিতি”

Leave a Comment