আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য তৈরী করুন সুদৃশ্য ‘হেল্পলাইন‘ পর্ব-১

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন ব্লগে বা ওয়েব সাইটে বিশেষ করে বাংলা ব্লগ বা ওয়েব সাইট গুলোতে তাদের নিজস্ব ‘হেল্পলাইন‘ যুক্ত করা থাকে যেখানে বিভিন্ন ইউজার তাদের প্রয়োজনীয় অনেক বিষয়ের উত্তর বিভিন্ন লোকের কাছ থেকে পেতে পারেন। এবং অন্য লোকের প্রশ্নের উত্তর দিতে পারেন। এতে সবার ই উপকার হয়। উদাহরণ স্বরুপ আমার ব্লগের হেল্পলাইন টি দেখতে পারেন এখান থেকে। হ্যা আপনাদের জন্য এই রকম একটি সুদৃশ্য হেল্পলাইন তৈরী করার টিউটোরিয়াল লিখতে শুরু করলাম। আর এটা হচ্ছে তার প্রথম পোষ্ট আমি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত ধারাবাহিক ভাবে এবং ছবি সহকারে আপনাদের জন্য উপস্থাপন করব যাতে আপনারা কোন প্রকার পূর্ব জ্ঞান ব্যতিত আমার টউটোরিয়াল দেখে আপনাদের নিজের ব্লগ বা সাইটের জন্য ‘হেল্পলাইন‘ তৈরী করতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক: প্রথমে বলে রাখি যে, আপনার হেল্পলাইনের জন্য কিছু কাজ করার প্রয়োজন হবে সেগুলো হল:
১. হেল্পলাইন সি, এম,এস ডাউনলোড।
২. সি, এম, এস টি আপনার ওয়েব ডিরেক্টরিতে আপলোড এবং এক্সট্রাক্ট।
৩. আপনার ওয়েব সিপ্যানেলে ডাটাবেজ এবং ইউজার তৈরী।
৪. সি, এম,এস এর কনফিগারেশন।
৪. সি, এম,এস ইন্সটল।
৫. হেল্পলাইন টিকে বাংলা করা।
৬. টুকি টাকি কাজ।
তাহলে আসুন আমরা একটা একটা করে কাজ শুরু করি।
প্রথমে আপনি এখান থেকে ‘হেল্পলাইন‘(Q&A) সি, এম,এস টি ডাউনলোড করে আপনার ডেস্কটপে রাখুন। ইনশা আল্লাহ পরবর্তী পর্বে এটা আপলোড ও কনফিগারেশন দেখাব। এই প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

Leave a Comment