প্রথমবারের মত স্যামসাং ফোনকে ছাড়িয়ে গেল অ্যাপল

প্রথমবারের মত স্যামসাং ফোনকে ছাড়িয়ে গেল অ্যাপল বিক্রয়ের দিক থেকে! আইফোন-৫ এর কল্যাণে এটি সম্ভব হয়েছে। ২য় অবস্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৩। আইফোন-৪এস,আইফোন-৪ এর ধারাবাহিকতায় এবং একই ভাবে স্যামসাং গ্যালাক্সি এস২ এর ধারাবাহিকতায় এগুলো গতবছরের শেষের দিকে বাজারে আসে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জরীপে দেখা যায় গত বছরে শেষ তিন মাসে( অক্টোবর- ডিসেম্বর) প্রথমবারের মত প্রায় এক মিলিয়ন ইউনিটে এক নাম্বার মোবাইল বিক্রেতা ছিল অ্যাপল ।

মার্কিন স্টক মার্কেট সন্দেহ প্রকাশ করেছিল যে অ্যাপলের স্টক মূল্য ধসে পরতে পারে!কিন্তু আইফোনের প্রতি মার্কিন ক্রেতাদের আকর্ষন সব সময় থাকেই।  এমনকি আইফোন এর নতুন মডেলের পাশাপাশি পুরাতন মডেলগুলোও ভালো অবস্থানে ছিল।

 


২০১২ সালের শেষের দিকে সবচেয়ে বড় মোবাইল বিক্রেতা ছিল অ্যাপল,এই সময়ে এটি ৫৩ মিলিয়ন ফোন বাজারে নিয়ে আসে তার মধ্যে ৪৩.৭ মিলিয়ন বিক্রি হয়।
২০১২ সালের শুরুর দিকে অ্যাপল তার ১৭.৭ মিলিয়ন আইফোন বাজারে ছাড়ে যা মার্কেটের শেয়ারের ৩৪ শতাংশ। ২০১১ সালে এটি ১২.৮ মিলিয়ন  আইফোন বাজারে ছাড়ে যা ছিল মূল শেয়ারের শতকরা ২৫ ভাগ ।


২০০৮ সালে স্যমসাং প্রথম মোবাইল বিক্রয়ের দিক থেকে এক নম্বরে উঠে এসেছিল যা সেবছর ১৬.৮ মিলিয়ন বিক্রি হয়। তখন থেকে স্যামসাং এক নম্বর আসনে ছিল।
৩ নম্বরে রয়েছে এলজি এলেক্ট্রনিক্স। এই কোম্পানির তথ্য মতে এটি গত বছর ৪.৭ মিলিয়ন ফোন বাজারে নিয়ে আসে এবং তার মধ্যে ৬.৯ মিলিয়ন বিক্রি হয় যা মার্কেট শেয়ারের ৯ শতাংশ।

Leave a Comment