ইংরেজি উচ্চারন শেখার একটি ভালো পদ্ধতি

ইংরেজিতে কোন কিছু বর্ণনা করা বা গল্প বলার ক্ষেত্রে উচ্চারন একটি গুরুত্বপূর্ন বিষয় । সঠিক উচ্চারনে কোন কিছু বর্ণনা করলে বা গল্প বললে তা যেমন শ্রুতিমধুর হয় তেমনি শ্রোতার মনযোগ আকর্ষনেও সক্ষম হয় । আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সঠিক উচ্চারনের ইংরেজি শেখার কোন বিকল্প নেই। আমরা সাধারনত ব্রিটিশ উচ্চারন অনুসরন করি । এক্ষেত্রে BBC শুনে উচ্চারন শেখা যায় । তবে অনেক সময় এর কিছু শব্দ বা বাক্য বোঝা যায় না । আর তাই আজ এমন একটি পদ্ধতিতির বর্ননা দিব যাতে একদিক দিয়ে যেমন উচ্চারন শোনা যায় অন্য দিকে এর লিখিত রুপ চোখের সামনেই থাকে । ফলে উচ্চারন শুনে কোন শব্দ বা বাক্য বুঝা না গেলে তা পড়ে বুঝা যায় ।
এর লিখিত রুপটি থাকবে pdf ফরমেটে এবং উচ্চারন থাকবে mp3 ফরমেটে । আর এগুলোর নির্ভুলতা সম্পর্কে থাকতে পারেন নিশ্চিন্ত । কারন এগুলো ব্রিটিশ কাউন্সিলের ওয়েব সাইট থেকে নেয়া হয়েছে ।

[tutoadsense]

কিছু প্রবন্ধ…

1. Development

# pdf # mp3

2. Folklore

# pdf # mp3

3. The Life of Trees

# pdf # mp3
কিছু গল্প…

1. The Stone Cutter

# pdf # mp3

2. The Three Tree Theves

# pdf # mp3

3. River

Laugh

# pdf # mp3
এছাড়াও ব্রিটিশ কাউন্সিলের ওয়েব সাইটে গেলে আপনারা এরকম আরো প্রবন্ধ, গল্প এবং এর উচ্চারন এর অডিও পাবেন ।

(ফোরাম থেকে )

10 thoughts on “ইংরেজি উচ্চারন শেখার একটি ভালো পদ্ধতি”

  1. সুলতানা

    লেখার সাথে এমপিথ্রি প্রাকটিস করছি। আমার আরও এরকম ফাইল প্রয়োজন। পরবর্তি নিদের্সনার অপেক্ষায় আছি।

Leave a Comment