ব্রাউজারে সাইটের নামের ডানদিকে যে আইকনটি দেখা যায় সেটি-ই হচ্ছে ফেভিকন । ফেভিকন হচ্ছে ওয়েব সাইটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে তুলে । এছাড়া, ফেভিকন কে সাইটের চিহ্ন বা স্মারকও বলা হয় ।
আসুন এবার আমরা দেখি কিভাবে ফেভিকন যোগ করা যায়
- ফেভিকন যোগ করার জন্য প্রথম ১৬x১৬ সাইজের ইমেজ তৈরি করে নিন । এবার এটাকে fevicon.ico নাম দিয়ে সেভ করুন । আপনি যেকোনো গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে ফেভিকন তৈরি করতে পারেন । আপনি .bmp এক্সটেনশন ব্যবহার করেও ফেভিকন ইমেইজ তৈরি করতে পারেন তবে লক্ষ্য রাখবেন ফেভিকন টি যেন ২৫৬ কালারের বেশী না হয় । কিন্তু ICO হল একটি Standard Format যা সকল ব্রাউজার সাপোর্ট করে।
- যদি আপনি গ্রাফিক্স সফটওয়্যার এর কাজ না পারেন তাহলে এখানে ক্লিক করে আপনার পছন্দমত ইমেজ কে সহজেই ফেভিকন ইমেইজ বানিয়ে নিন । আপনি এখান থেকে ইমেজ & অ্যানিমেশন উভয়ই তৈরি করতে পারেন ।
- এবার Favicon টি আপনার Site- এর root directory তে সরাসরি আপলোড করে করে দিন । তারপর আপনার সাইটের আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Dashboard>Settings > Appearance > Editor থেকে header.php ফাইলটি ওপেন করুন। ঐ ফাইলটির </head> আগে যেকোনো স্থানে নিচের কোডটুকু লিখে দিন।
<link rel="shortcut icon" href="favicon.ico" />
আপনি চাইলে CTRL+F ব্যবহার করে </head> অপশন টি বের করে নিতে পারেন ।
-ধন্যবাদ সবাইকে ।
আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।
ভাই আমি নুতন ব্লগার। আপনি যদি Site- এর root directory কোনটা বললে ভাল হত।