ওয়ার্ডপ্রেস সাইট এর নিরাপত্তা

এখন প্রতিদিনই তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের ব্লগ । বর্তমানে ব্লগিং CMS সিস্টেমের মধ্যে সর্বাধিক প্রচলিত সিস্টেম গুলোর মধ্যে অন্যতম হল ওয়ার্ডপ্রেস । অনেক পরিশ্রম করে একটি সাইট তৈরি করা হয় । কিন্তু অসচেতন এর অভাবে প্রতিদিন হাজার হাজার সাইট হ্যাকারদের কবলে পড়ছে । আপনার ওয়ার্ডপ্রেস সাইট সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কাজগুলো করতে পারেন;

  1. ওয়ার্ডপ্রেস এ এডমিন নেম “Admin” দেওয়া থাকে । “Admin” ইউজার ব্যবহার না করে নতুন এডমিন ইউজার তৈরি করুন ।
  2. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন । এক্ষেত্রে, সংখ্যা & বর্ণ উভয়ই ব্যবহার করুন ।
  3. সবসময় ওয়ার্ডপ্রেস ভার্সন, প্লাগিন এবং থিম আপডেটেড রাখুন ।
  4. অপ্রয়োজনীয় প্লাগিন & থিম ইন্সটল করে রাখবেন না । প্রতিটি প্লাগিন & থিম ব্যবহার করার পূর্বে ভালো করে দেখে নিন ।
  5. আপনার সাইট যদি কমিউনিটি না হয় তাহলে অযথা “Membership”  চালু রাখবেন না ।
  6. আপনার প্লাগিন ফোল্ডার বন্ধ  করে রাখুন । যেন, আপনার ব্যবহৃত প্লাগিন কেউ দেখতে না পারে । সাধারণত; http://yousite.com/wp-content/plugins/ লিঙ্ক ব্যবহার করে কাঙ্ক্ষিত সাইটের  ব্যবহৃত প্লাগিন সম্পর্কে জানা যায় ।
  7. আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ব্যবহৃত ভার্সন মুছে ফেলুন । এজন্য, header.php থেকে “<meta name=”generator” content=”WordPress <?php bloginfo(’version’); ?>” /> <!-– leave this for stats please –>” অংশটুকু মুছে ফেলুন ।
  8. আপনার সাইট যেন কোন হ্যাকার হ্যাক না করতে পারে এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য প্লাগিন ব্যবহার করতে পারেন । হ্যাকিং নিয়ে অনেক প্লাগিন আছে । হ্যাকিং রোধ করতে আপনি এই প্লাগিন টি ব্যবহার করতে পারেন ।
  9. wp-config.php ফোল্ডার এর পারমিশন পরিবর্তন করে দিন ।
  10. সাইটের ডাটাবেজ নিয়মিত ব্যাকআপ রাখুন । কারন, আপনার সাইট টি যদি একবার হ্যাকারদের কবলে পড়ে তাহলেই আপনার সাইট শেষ!

আজকের মত আমার পোষ্ট এখানেই শেষ করছি । ভাল লাগলে অথবা কোন প্রশ্ন/জিজ্ঞাসা থাকলে কমেন্ট এ জানান ।

-ধন্যবাদ সবাইকে ।

 

আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

1 thought on “ওয়ার্ডপ্রেস সাইট এর নিরাপত্তা”

Leave a Comment