আপনার স্মার্টফোন এর হাইব্রিড সিকিউরিটি

অনেকে স্মার্টফোন মোবাইলের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন । আবার অনেকে ব্যবহার করেন বিভিন্ন ধরনের সফটওয়্যার । কিন্তু, বেশীরভাগ সফটওয়্যার মোবাইলের নিরাপত্তা রক্ষার পরিবর্তে ক্ষতি করে ।

তাই, আপনার স্মার্টফোন এর হাইব্রিড সিকিউরিটি নিশ্চিত করতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল সফটওয়্যার যা আপনার মোবাইলের নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকবে ।

সফটওয়্যারটির নাম হচ্ছে “NetQin Mobile Guard” যা আপনার  স্মার্টফোন এর হাইব্রিড সিকিউরিটি প্রদান করবে । সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এবং ফুল ভার্সন ।

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন ।

NetQin Mobile Guard এ আছে;

Backup: এখান থেকে আপনি আপনার স্মার্টফোনের সকল ফোন নম্বর (Contact No.) এর ব্যাকআপ রাখতে পারবেন ।

Boot Mrg: কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনার ফোনে ইন্সটল থাকলে ফোন চালু করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় । যা আপনার ফোন স্লো করে ফেলে । আপনি এখান থেকে এসব সফটওয়্যার নিয়ন্ত্রন করতে পারবেন ।

Clean Spam: এর মাধ্যমে ফাইল ম্যানাজার এর অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন ।

App Mrg: এখান থেকে সফটওয়্যার আপডেট নিয়ন্ত্রন করতে পারবেন ।

Os Scan: ফোনের যাবতীয় সমস্যা সমাধান করতে এটি বিশেষ ভাবে কাজ করে ।

Call filter: এখান থেকে কল নিয়ন্ত্রন করতে পারবেন ।

Web Mrg: ইন্টারনেট এ কত কেবিপিএস স্পীড পাচ্ছেন, কত মেগাবাইট ব্যবহার করেছেন এখান থেকে সবকিছু জানতে পারবেন ।

File Mrg: ফাইল ম্যানাজার এ সকল ফাইল নিয়ন্ত্রন করতে এটি ব্যবহার করা হয় ।

সফটওয়্যার টি শুধুমাত্র আপনার স্মার্টফোন এ ব্যবহার করতে পারবেন ।

আশা করি সফটওয়্যারটি আপনাদের ভাল লাগবে । ভাল লাগলে কমেন্ট এর মাধ্যমে জানান ।

Leave a Comment