এসইও টিউটোরিয়াল:: কি ওয়ার্ড রিসার্চ [পর্বঃ-০৫]

গত পর্বে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি । আজ আমরা কি ওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করবো । অনলাইন এ কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আপনার বাছাইকৃত কিওয়ার্ড টি কতবার সার্চ করা হল,কিওয়ার্ড টি কতজন সার্চ করল, কিওয়ার্ডটির প্রতিযোগিতা কেমন, কিওয়ার্ডটির জনপ্রিয়তা কেমন তা জানতে পারবেন । আজ আমরা দেখব কিভাবে গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবেন । কারন, গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর সবচেয়ে জনপ্রিয় টুল । গুগল অ্যাডওয়ার্ড আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন । সাইন আপ করে এবং সাইন আপ ছাড়া । তবে, সাইন আপ করে ব্যবহার করাই ভাল ।

কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করার জন্য প্রথমে adwords.google.com এ যান । এবং Tools and Analysis থেকে Keyword Tool সিলেক্ট করুন ।

তাহলে নিচের মত একটি পেইজ আসবে ।

Word or phrase এ আপনার কিওয়ার্ড টি লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন । দেখুন আমি ‘software for pc’ কিওয়ার্ডটি লিখে সার্চ দিলাম ।

এখানে ‘software for pc’ কিওয়ার্ডসহ এই কিওয়ার্ড রিলেটেড আরও কিছু কিওয়ার্ড দেখানো হয়েছে ।

উপরে দেখুন প্রতিটি কিওয়ার্ডের কম্পেটিশন অর্থাৎ প্রতিযোগিতাসহ মাসিক সার্চ পরিমান দেখানো হয়েছে ।

এভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন । এছাড়া, সরাসরি এই লিঙ্ক এর মাধ্যমে  গুগল অ্যাডওয়ার্ড এর কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করতে পারেন ।

আজ এখানেই শেষ ।

আগামী পর্বে থাকছেঃ কি ওয়ার্ড বাছাইকরণ ।

-ধন্যবাদ সবাইকে ।

2 thoughts on “এসইও টিউটোরিয়াল:: কি ওয়ার্ড রিসার্চ [পর্বঃ-০৫]”

Leave a Comment