আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডেট এবং টাইম ফর্মাট পরিবর্তন করার নিয়ম।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমাদের ওয়ার্ডেপ্রেস ব্লগ সাইটের কোন পোষ্টের হেড লাইনের নিচে সাধারণত ডেট ডিসপ্লে হয়। সেই ডেট টি থাকে বিভিন্ন ফরম্যাট এ আর এখন থেকে আপনি চাইলে সেই ডেট টাইমের ফরম্যাট আপনার নিজের ইচ্ছা মত পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল: প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের বা ব্লগের ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন। সেখান থেকে আপনি আপনার থিম টি সিলেক্ট করবেন। এবার এডিট বাটনে ক্লিক করবেন। সেখান থেকে আপনি index.php বা single.php সিলেক্ট করে এই কোড টি খুজে বের করুন : (এর মধ্যে ফরম্যাট আলাদা থাকতে পারে। এবার আপনার ইচ্ছামত ফরম্যাট আপনার এই কোডের মধ্যে বসিয়ে সেভ করুন । এখন আসুন আপনাদের জন্য আমি কিছু ডেট/টাইম এর ফরম্যাট ও তার আউটপুট শেয়ার করলাম।

F j, Y g:i a – November 6, 2010 12:50 am
F j, Y – November 6, 2010
F, Y – November, 2010
g:i a – 12:50 am
g:i:s a – 12:50:48 am
l, F jS, Y – Saturday, November 6th, 2010
M j, Y @ G:i – Nov 6, 2010 @ 0:50
Y/m/d \a\t g:i A – 2010/11/06 at 12:50 AM
Y/m/d \a\t g:ia – 2010/11/06 at 12:50am
Y/m/d g:i:s A – 2010/11/06 12:50:48 AM
Y/m/d – 2010/11/06

উপরের ফরম্যাট গুলোর মধ্য থেকে আপনার পছন্দের ফরম্যাট টি এই কোডের মধ্যে বসিয়ে নিবেন: এবার সেভ করবেন । এই সিস্টেমে আপনি আপনার নির্দিষ্ট ফরম্যাট এর ডেট/টাইম আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও পরবর্তীতে আরো অনেক কোড শেয়ার করার প্রত্যাশায় এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।

Leave a Comment