আপনার ব্লগের প্রত্যেক পোষ্টে যে কথা গুলো বার বার লিখতে হত তা আর লিখতে হবে না।-২

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশাকরি সকলে খুব খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে কোন পোষ্ট লিখি তখন আমাদের একটি নির্দিষ্ট কথা বা কয়েকটি বাক্য বার বার মানে প্রত্যেক পোষ্টে লিখতে হয়। এটা খুব একটা বিরক্তিকর বিষয় । কেননা এক কথা বার বার লিখতে লিখতে আর ভালো লাগে না। তাই এই সমস্যার সমাধান করতে আমি আপনাদের জন্য আজ একটা কোড নিয়ে আসলাম এর মাধ্যমে আপনারা সময় বাচিয়ে প্রত্যেক পোষ্টে অটোমেটিক আপনার সেই কথা টি লিখে দিতে পারবেন। এর ফলে আপনাকে আর বোরিং হতে হবে না। এখন আসুন দেখি আমরা কিবাবে এটা করতে পারি । এর জন্য আপনাকে যা করতে হবে তা হল :
১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ যান।
২. যে থিমে এটা করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. এবার এডিট বাটনে ক্লিক করে থিমটি এডিট মোডে ওপেন করুন।
৩. এখন functions.php সিলেক্ট করে একদন নিচে চলে যান।
৪. ?> এটি খুজে বের করুন।(একেবারে শেষে)
৫. নিচে থেকে এই কোড গুলো কপি করুন।

[php]add_filter( ‘default_content’ , ‘my_default_content’ );
function my_default_content( $post_content ) {

$post_content = ‘put your text(এইখানে আপনার লিখা দেন )’;

return $post_content;
}[/php]

৬. কোড গুলো ?> এর পূর্বে বসিয়ে সেভ করুন।
(এই পোষ্ট এর মত একটি পোষ্ট আমি আগে করে ছিলাম কিন্তু এটি করার কারণ হল: এই ট্রিক ব্যবহার করলে আপনি প্রত্যেক বার নতুন পোষ্ট করার সময় আপনার পূর্বের লেখাটি এডিট করতে পারবেন। যা আগের টায় পারবেন না।)
আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।

Leave a Comment