২৯ তারিখে আসছে মাইক্রোসফট অফিসের নতুন ভার্শন অফিস ২০১৩

আফিস ২০১৩ নতুনত্ব নিয়ে আসছে। মাইক্রোসফটের ওয়েবসইট এবং টুইটার থেকে তথ্য থেকে জানা যায় আফিস ২০১৩ তে বেশ কিছু বিষয় নতুন থাকবে যা নতুন অপপারেটিং সিস্টেম উইনডোজ-৮ এবং টাচ স্ক্রিন প্রযুক্তির সাথে খাপ খেয়ে চলতে পারবে।

যে সকল ফিচার থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফিচার নিচে লিস্ট করে প্রকাশ করলাম-

১. আফিস ২০১৩ এবং আফিস৩৬৫ একসাথে কেনা যাবে।

২. টাচ ও ডেস্কটপ উভয়ে ব্যবহার উপযোগি ইন্টারফেস থাকছে।

৩. পিডিএফ রিডার ও ইডিটর বিল্ডইন থাকবে।

৪. অফিস ডকুমেন্টগুলো বিভিন্ন ওয়েবসার্ভিসে ব্যবহার করা যাবে যেমন স্কাইড্রাইভ।

৫. মাইক্রোসফটের ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে ব্রাউজারে ওয়ার্ড, এক্সেল পাওয়ারপয়েন্ট ইত্যাদি ডকুমেন্ট দেখা ও ইডিট করা যাবে।

নিচে স্ক্রিনসটের মাধ্যমে দেখে নিন অফিস ২০১৩ কেমন হবে-

১. আধুনিক ইন্টারফেস

২. শুরু

৩. স্কাইড্রাইভ

৪. সিনক্রোনইজ নটিফিকেশন

৫. টাচস্ক্রিন উপযোগি

৬. পিডিএফ ইডিটিং

৭. টাস্ক পেন এ ফরমেট করা

৮. সহজ চার্ট

৯.গ্রাফিক অপশন

১০. লগইন

1 thought on “২৯ তারিখে আসছে মাইক্রোসফট অফিসের নতুন ভার্শন অফিস ২০১৩”

Leave a Comment