টিউটোরিয়ালবিডি‘তে পোষ্টের মধ্যে কোড (সিনট্যাক্স) হাইলাইট করবেন যে, ভাবে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই? আশাকরি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। আমরা যারা এই ব্লগে অর্থাত ‘টিউটোরিয়ালবিডি‘ তে পোষ্ট লিখি তারা অবশ্যই টিউটোরিয়াল জাতীয় পোষ্টই বেশি করি। তাই আমাদের পোষ্টে আমরা যে কোড গুলো ব্যবহার করব সেগুলো যেন ডিসপ্লেতে হাইলাইট হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন:

ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস এর কিছু থিমে <pre></pre> ট্যাগ ব্যবহার করলে হাইলাইট হয়ে যায়। কিন্তু এই টিউটোরিয়াল বিডি ব্লগে একটা প্লাগিন ব্যবহার করা হয়েছে। যার ফলে এখন আর <pre></pre> ট্যাগ কাজ করে না। আপনি যদি আপনার দেয়া কোড গুলো ডিসপ্লেতে হাইলাইট করতে চান তাহলে এখন থেকে নিচের ছবির মত php এবং css ট্যাগ ব্যবহার করবেন।

আপনার কোড গুলো যদি পি, এইচ,পি বা এইচ,টি, এম, এল জাতীয় কিছু হয় তাহলে বব্যবহার করবেন php ট্যাগ এবং সিম্পল সি, এস,এস জাতীয় হলে ব্যবহার করবেন: css ট্যাগ। তাহলেই আপনার পোষ্টে আপনার দেয়া কোড গুলো হাইলাইট হয়ে যাবে ঠিক উপরের ছবি টার মত।

সবাইকে অনেক ধন্যবাদ।

4 thoughts on “টিউটোরিয়ালবিডি‘তে পোষ্টের মধ্যে কোড (সিনট্যাক্স) হাইলাইট করবেন যে, ভাবে।”

  1. নিলুফার ইয়াসমিন

    ধন্যবাদ আপনাকে লেখাটির জন্য। আমি আমার লেখার কোড হাইলাইট করতে চাইছিলাম কিন্তু সিস্টেম জানা ছিলনা। এখন করে দিলাম 🙂

    1. দুঃখিত ভাইয়া আমি ভুল করে অন্য পোস্ট এর কমেন্ট এখানে করে ফেলেছি।…
      really sry.

      তবে আপনার লেখাটি আমার কাজে লাগলো………। পোস্ট টির জন্য ধন্নবাদ।

Leave a Comment